ই-পেপার রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

ক্ষোভ অসন্তোষ তৃণমূলে

মেহ্্দী আজাদ মাসুম
০৬ মে ২০২৪, ১০:৫৪

দ্বিতীয় ধাপের নির্বাচনী এলাকা গাইবান্ধায় প্রাক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকে বসেছিলেন স্থানীয় সব উপজেলা প্রার্থীদের সঙ্গে। এই বৈঠকেই তিনি শুনলেন মাঠ পর্যায়ে সংসদ সদস্যদের নিয়ম ভাঙার নির্লজ্জতা। তাদের দেয়া প্রার্থীকে বিজয়ী করতে যে উৎসবে মেতে উঠেছেন, সেই শৃঙ্খলা পরিপন্থী তৎপরতা। যদিও বৈঠকে ইসির এই কর্মকর্তা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করছেন, সে বিষয়ে অভিযোগ দেন, ব্যবস্থা নেয়া হবে।’ এরই প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবরে গত ২ মে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ প্রধান। ইসি সূত্রে জানা গেছে, এরই মধ্যে অভিযোগের বিষয়ে জেলা রিটার্নিং অফিসারকে (জেলা প্রশাসক) অবহিত করা হয়েছে।

দলীয় প্রতীক ছাড়া তিন ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হচ্ছে ৮ মে বুধবার। আর দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে ২১ মে মঙ্গলবার। এই দুই ধাপের ভোটেই ক্ষমতসীন আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশনা উপেক্ষিত হয়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। প্রথম এবং দ্বিতীয় ধাপের এই নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা-উপজেলার তৃণমূলে বিরাজ করছে ক্ষোভ ও অসন্তোষ।

আল্টিমেটাম, বিবৃতি, সাংগঠনিক বার্তা, টেলিফোনে অনুরোধ থেকে শুরু করে দলীয় কার্যালয়ে তলব পর্যন্ত করা হয়েছে। তারপরও উপজেলা নির্বাচন থেকে সরানো যায়নি মন্ত্রী ও এমপি’র স্বজনদের। বলা যায় সাংগঠনিক নির্দেশনা সরাসরি উপেক্ষা করেছেন তারা। তাছাড়া, কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কাউকে বিজয়ী না করার সিদ্ধান্তও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ৮ মে অনুষ্ঠেয় নির্বাচনের প্রথম ধাপে মন্ত্রী ও এমপিদের প্রায় ১৬ জন নিকটাত্মীয় বা পরিবারের সদস্য উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় ধাপে অংশ নেয়ারও প্রস্তুতি নিচ্ছেন অনেক সংসদ সদস্যর স্বজনরা।

এর আগে গত ১৮ এপ্রিল দলীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। তার দেয়া এই নির্দেশনা দলের শীর্ষ পর্যায়ের সকল নেতা-কর্মীর কাছে পৌঁছে দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে দলের সভাপতি এবং কেন্দ্রের এই নির্দেশনা মানেননি মন্ত্রী এবং সংসদ সদস্যরা। প্রথম ও দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সীমা অতিবাহিত হলেও মন্ত্রী-এমপিদের স্বজনরা কেউই তাদের জমা দেয়া মনোনয়ন প্রত্যাহার করেননি।

এ বিষয়ে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমার বার্তাকে বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছে তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেয়ার বিষয় আছে। দল যার যার কর্মকাণ্ড বিচার করবে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত যারা প্রত্যাহার করবে না সময়মতো দল ব্যবস্থা নেবে।’

দপ্তর সূত্রে জানা যায়, দলের নেতাদের দাবির মুখে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দেয়া হয়নি। মূল লক্ষ্য ছিল সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচনটি প্রভাবমুক্ত রাখা। কিন্তু ভোট শুরুর পর দেখা যাচ্ছে মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের ভোটে দাঁড় করিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এটা পছন্দ করছেন না দলের প্রধান শেখ হাসিনা। তিনি কঠোরভাবে প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছিলেন।

জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আমার বার্তাকে বলেন, ‘বিষয়টি নিয়ে গত সপ্তাহে গণভবনে দলীয় কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হলেও সেই বৈঠকে এটা উত্থাপিত হয়নি।’

গত ২৮ এপ্রিল ইসি রাশেদা সুলতানা গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আলোচনা সভা করেন। এ সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এতে গাইবান্ধা সদর, ফুলছড়ি, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ প্রধান অভিযোগ করেন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ উপজেলা পরিষদ নির্বাচনে হস্তক্ষেপ করছেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের পুরোনো ভবনের তিনটি কক্ষ সম্পূর্ণ বেআইনিভাবে দখল করে ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। এখান থেকে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা-কর্মীকে ফোন করে ডেকে এনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।

আমার বার্তা/জেএইচ

পুলিশ-ওয়ার্ড মাস্টারের নিয়ন্ত্রণে সক্রিয় চাঁদাবাজ চক্র

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চারপাশের দেয়াল, ফুটপাত আর রাস্তা ঘিরে অবৈধভাবে গড়ে উঠেছে ছয় শতাধিক

বদলির দুই মাসেও নতুন কর্মস্থলে যাননি প্রকৌশলী মনিরুজ্জামান

অনিয়ম-দুর্নীতির অভিযোগে বদলি হওয়ার দুই মাসেও নতুন কর্মস্থলে যাননি গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী

উন্নয়নকাজের খোঁড়াখুঁড়িতে ভোগান্তি নগরবাসীর

রাজধানীর কোথাও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে সিটি করপোরেশন সড়ক খোঁড়াখুঁড়ি করছে। কোথাও আবার স্যুয়ারেজ লাইন

স্পেশাল ম্যাংগো ট্রেন চালুর উদ্যোগ

  পঞ্চমবারের মতো এবারও স্পেশাল ম্যাংগো ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে। এই ট্রেনটি বিগত বছরে চলেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহের এমপির

রাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মি

ফাইজার-বায়োএনটেকের সাথে চলমান বিরোধে মডার্নার জয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

দ্বিতীয় ধাপে প্রতি চারজনের একজন ঋণগ্রস্ত: টিআইবি

আজ থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ

চমকপ্রদ ভিডিওতে আফগানিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন

জাতীয় এসএমই পুরস্কার-২০২৩ পেলেন ৭ উদ্যোক্তা

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

ইসরায়েলি মন্ত্রীসভায় ফাটল, নেতানিয়াহুকে পদত্যাগের হুমকি

যুক্তরাজ্যে 'মোহাম্মদ' এখন শিশুদের দ্বিতীয় জনপ্রিয় নাম

হাতে লাঠি নিয়ে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত, গণতন্ত্রের জন্য হুমকি বাইডেন

রাত ১২টা থেকে নির্বাচনী এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা

'অস্বাস্থ্যকর' বাতাস নিয়ে দূষণে দ্বিতীয় ঢাকা

‘বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন মোদি’

পুলিশ-ওয়ার্ড মাস্টারের নিয়ন্ত্রণে সক্রিয় চাঁদাবাজ চক্র

বদলির দুই মাসেও নতুন কর্মস্থলে যাননি প্রকৌশলী মনিরুজ্জামান