ফিলিপাইন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) রদ্রিকো আতিয়েনজা লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) ত্রিপোলিতে এ সাক্ষাৎ হওয়ার তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।
দূতাবাস জানায়, সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন ও স্বাস্থ্য খাতসহ লিবিয়ায় বিভিন্ন ক্ষেত্রে কর্মরত প্রবাসীদের কল্যাণ সম্পর্কে তাদের অভিন্ন উদ্বেগের ওপর জোর দেন। উভয়পক্ষ দুই দেশের প্রবাসীদের সম্পর্কিত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে সহযোগিতা জোরদার ও অভিজ্ঞতা বিনিময় করতে সম্মত হয়েছে।
আমার বার্তা/এমই