নোয়াখালী জেলা বিএনপির অধীনে থাকা সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ মে) জেলা শহর মাইজদীতে একটি রেস্তোরাঁয় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এ সিদ্ধান্ত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ পরে বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে জেলা বিএনপির সম্মেলন আয়োজন এবং তৃণমূল থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিলুপ্ত ঘোষণার তিন মাসের মধ্যে দলের গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের মাধ্যমে জেলার ৯ উপজেলা, ৮ পৌরসভা, ৮৩ ইউনিয়ন এবং সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়নের অন্তর্ভুক্ত ওয়ার্ড কমিটিগুলো করা হবে। প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ১০০ জন সদস্য নির্বাচিত করা হবে। যাদের ভোটে ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব নির্বাচিত করা হবে। সচ্ছতা ও গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা–কর্মীদের অংশগ্রহণে পরীক্ষিতদের দলের দায়িত্ব দেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হবে কর্মী সমাবেশ।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মো.হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন,সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া প্রমুখ।
আমার বার্তা/এল/এমই