
তারেকের আমজনতার দলসহ সাতটি দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে দল নিবন্ধনের আবেদন একাধিকবার যাচাই করছে সংস্থাটি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এমন তথ্য জানান।
তিনি বলেন, ১৪৩টি দল এবার নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ১২১টি দলকে নামঞ্জুর করেছি। শেষমেশ দাবি আপত্তি আহ্বান করে (এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী ও আম জনগণ পার্টি) তিনটা দল নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। এর ধারাবাহিকতায় কিছু আপত্তি পেয়েছি আমজনগণ পার্টির বিষয়ে। তাই সিদ্ধান্ত বাকি দুই দলকে নিবন্ধন দেয়া হচ্ছে।
তিনি বলেন, আমরা যে কয়েটি আপিল আবেদন পেয়েছি তারমধ্যে সাতটি দলের আবেদন পুনর্বিবেচনা করা হবে। দলগুলো হলো বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ-শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল ও জনতার দল এই দলগুলোর এদের তদন্তও করা হবে।
তিনি বলেন, আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিষয়ে কোনো মতামত পাইনি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী—এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসেছে, সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে।
বেশ কয়েকবার দল নিবন্ধন আবেদন পুনর্বিবেচনা করছেন, আসলে কতদিন চলবে এ কার্যক্রম- জানতে চাইলে তিনি বলেন, যতদিন না পর্যন্ত কমিশন মনে করে যে এখন বন্ধ করতে হবে। আর কাটঅফ টাইমটা তো বলতে পারব, যখন আমরা পর্যালোচনাগুলোকে শেষ করা যাবে এই মুহূর্তে তো বলতে পারছি না।
পুনর্বিবেচনায় আনা দলগুলো যদি শেষের দিকে এসে নিবন্ধন পায় তাহলে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাবে কিনা-জানতে চাইলে তিনি বলেন, সেটার জন্য আমরা তো চেষ্টা করব একটা কাট অফ টাইমের।
গণভোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গণভোটের বিষয়ে আমরা কোন নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব।
সংলাপ যে চলছে জাতীয় পার্টি এবং ১৪ দলের যে শরিকদের আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন কিনা-জানতে চাইলে তিনি বলেন, এটাও আপনারা আগামীকাল দেখবেন। শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি।
আমার বার্তা/এমই

