ই-পেপার বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

চিকিৎসার ব্যয় মেটাতে নিজের শিশুকে বিক্রি: কমিশনের সুয়োমটো

নিজস্ব প্রতিবেদক:
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৬

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিনাজপুরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রশিদ। হাসপাতালের বিল পরিশোধ করতে নিজের মেয়েকে বিক্রির সংবাদে উষ্মা প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

গুলিবিদ্ধ বাবা আব্দুর রশিদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা, তাদের বিক্রি করা বাচ্চার বিষয়ে তাদের অভিমত গ্রহণ, ভরণপোষণ যাচাই ও যথাযথ ব্যবস্থাগ্রহণসহ তাকে আর্থিকভাবে সহায়তার ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে কমিশনে প্রতিবেদন পাঠাতে দিনাজপুর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আহত বাবার হাসপাতালের বিল পরিশোধ করতে মেয়েকে বিক্রির সংবাদে জাতীয় মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে।

সুয়োমটোতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ বাবার হাসপাতালের চিকিৎসার বিল পরিশোধের জন্য একটি শিশুকে ৩৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। দিনাজপুর সদর উপজেলার কাটাপাড়া গ্রামের দিনমজুর আব্দুর রশিদ ও রোকেয়া দম্পতি গত ১০ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া কন্যা শিশুকে গাইবান্ধার এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়।

গত ৪ আগস্ট আব্দুর রশিদ তার স্ত্রী রোকেয়াকে দিনাজপুর সদর হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বিক্ষোভকারী, আওয়ামী লীগ কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে এলাকাটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। তখন প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে নিরাপদ স্থান খোঁজার চেষ্টার সময় রশিদের তলপেটে একাধিক গুলি লাগে। প্রথমে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করলেও পরে গুলির কারণে ক্ষতগুলোর চারপাশে সংক্রমণ শুরু হলে গত ৮ আগস্ট তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরের দিন অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে নয়টি গুলি বের করা হয়। তার পরের দিন অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হলে আব্দুর রশিদ এবং তার স্ত্রী রোকেয়ার চিকিৎসা ব্যয় মেটানো অসম্ভব হয়ে যায়।

রোকেয়া জানান, আমরা যখন মেয়েকে বিক্রি করি তখন তারা ২৫ হাজার টাকা দিয়েছিল। পরে আরও ১২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।’

এদিকে ডাক্তার অক্টোবরের মধ্যে আব্দুর রশিদের আরও দুটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। ততক্ষণ পর্যন্ত শরীর সচল রাখতে রশিদকে ইউরিনাল ব্যাগ ব্যবহার করতে হবে। রশিদের সাপ্তাহিক চিকিৎসায় প্রায় ৩ হাজার টাকা খরচ হয়, যেখানে রোকেয়াকে প্রতি তিন দিন পরপর ইউরিনাল ব্যাগের জন্য এক হাজার টাকার ব্যবস্থা করতে হয়। আব্দুর রশিদ ও রোকেয়া দম্পত্তির আড়াই বছর বয়সী আরও একটি কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে কমিশনের সুয়োমটোতে উল্লেখ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সময় গুলিবিদ্ধ আব্দুর রশিদের হাসপাতালের চিকিৎসার বিল পরিশোধের জন্য সদ্য ভূমিষ্ঠ তার নিজ কন্যা শিশুকে বিক্রি করে দেওয়ার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ভুক্তভোগীদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কি না তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে দেখা যায় যে, সরকারি হাসপাতালে বিনা অর্থ ব্যয়ে তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিন্তু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেন এত অর্থ ব্যয় করতে হচ্ছে তা কমিশনের নিকট বোধগম্য নয়।

আমার বার্তা/এমই

দুর্গাপূজা ‍উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা

‌১৫ বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না: হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ

নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

চুক্তিতে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পেয়েছেন ড. শেখ আব্দুর রশিদ। যিনি চুক্তিতে মাধ্যমিক ও উচ্চ

ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা আবেদন নিষ্পত্তির আশ্বাস ইতালির

ঢাকাস্থ ইতালি দূতাবাস ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা আবেদন নিষ্পত্তি করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বোমা মানিক গ্রেপ্তার

ফ্যানের সঙ্গে ঝুলছিল জবি শিক্ষার্থীর মরদেহ

প্রসাধনী ব্যবহারে সাবধান হোন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮১

জম্মু-কাশ্মীরে নির্বাচনে এনসি-কংগ্রেস জোটের বড় জয়

দুর্গাপূজা ‍উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

‌১৫ বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না: হাসান আরিফ

নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা আবেদন নিষ্পত্তির আশ্বাস ইতালির

বন্দরকে আমাদের জঞ্জাল মুক্ত করতে হবে: সাখাওয়াত হোসেন

মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে এ মাসেই

পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে: পার্বত্য উপদেষ্টা

গ্রেপ্তারের দুই দিন পরই মুক্ত হলেন সাবের হোসেন

দেশে বাল্যবিয়ের শীর্ষে খুলনা বিভাগ

ময়মনসিংহে চাঁদাবাজ রানাসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

গণপরিবহন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে যাত্রী প্রতিনিধিকে রাখার দাবি

সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

সাবেক ডিবিপ্রধান হারুন কি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে

টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

পিএসসির চেয়ারম্যান সোহরাবসহ ১১ সদস্যের পদত্যাগ