ই-পেপার শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৫, ১২:২৮

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেডের প্রায় ৭০ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৪৩৮ টাকার হিসাব গরমিলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী এবং তার দুই কন্যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে।

জাপানি বিনিয়োগকারী ও কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন গত ১৬ এপ্রিল ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা (কেস নং: ১৬৩/২০২৫) দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের জানুয়ারিতে জাপান-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ, বিএসইসির মধ্যস্থতায় একটি ক্রয় চুক্তির মাধ্যমে আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই কন্যার কাছ থেকে ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি স্পনসর শেয়ার ক্রয় করে। এরপর মিনোরি বাংলাদেশের পক্ষে কোম্পানির পরিচালনা পর্ষদে তিনজন মনোনীত পরিচালক নিয়োগ করা হয়।

চুক্তির ধারা ৪.২ অনুযায়ী, সাবেক পরিচালকদের সাত কর্মদিবসের মধ্যে কোম্পানির দায়-দেনার হিসাব প্রকাশ ও পরিশোধ করার কথা ছিল। ধারা ৪.৩ অনুযায়ী, এই দায় মিনোরি বাংলাদেশের উপর বর্তাবে না। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও আরিফ আহমেদ চৌধুরী ও তার কন্যারা চুক্তির শর্ত পালন করেননি।

এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ৯ জানুয়ারি তাদের নামে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। পরবর্তীতে ১৬ এপ্রিল মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, আরিফ ও তার কন্যারা কোম্পানির ৭০ কোটি টাকার ভ্যাট ও ট্যাক্সের হিসাব গোপন করেছেন এবং শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলোকে তা জানাননি।

মিনোরি বাংলাদেশের আইনজীবী মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আরিফ আহমেদ চৌধুরীর সময়ে প্রায় ৭০ কোটি টাকার ভ্যাট ও ট্যাক্সের তথ্য গোপন করা হয়েছে। শেয়ার বিক্রির পর খরচের হিসাবও সঠিকভাবে দেওয়া হয়নি। এজন্য ভ্যাট-ট্যাক্স ফাঁকি ও হিসাব সঠিকভাবে প্রদানের দাবিতে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করলে ফৌজদারি মামলাসহ অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মিয়া মামুন জানান, আরিফ আহমেদ চৌধুরী ৭০ কোটি টাকার হিসাব গোপন করেছেন। এই অর্থের ব্যয়ের বিবরণ জানতে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি জবাব দেননি। এ কারণে কোম্পানির উৎপাদন কার্যক্রমে ব্যাপক সমস্যা হচ্ছে।

জানা গেছে, আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই কন্যা বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আমার বার্তা/এল/এমই

ফয়সালকে সীমান্তপারে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুজন ৩ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে অবৈধ

সন্ত্রাসীদের জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ আইন উপদেষ্টার

উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতিকে উদ্বেগের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ

পাবনার দুটি আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা–১ ও পাবনা–২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচন আগামী ১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন জাতিকে বিভক্ত করার সময় নয়, ঐক্য ধরে রাখতে হবে: নাহিদ ইসলাম

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার, হবে সামরিক মর্যাদায় দাফন

বীর উত্তম এ কে খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা

প্রিয় হাদির মন্ত্র বাংলাদেশ অনুসরণ করবে: প্রধান উপদেষ্টা

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন

শহীদ হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের ঢল

সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় গুরুতর আঘাত: এইচআরডব্লিউ

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

জানাজার জন্য ওসমান হাদিকে নেওয়া হচ্ছে দেড়টায়

শয়তানের কুমন্ত্রণা ও মানসিক অস্থিরতা অনুভব হলে কী করবেন?

কুষ্টিয়া নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র

চট্টগ্রামে জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুল ইসলামের বাড়িতে আগুন

মালয়েশিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

চৌধুরী হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার

হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের মানবিক সিদ্ধান্ত: সংসদীয় কমিটির প্রতিবেদন

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বাসায় চিকিৎসা নিচ্ছেন

বাম-শাহবাগী-ছায়ানট-উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

উসকানি দেওয়া আধেয়র বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে অন্তর্বর্তী সরকারের চিঠি

নোয়াখালীতে দুই দিনে আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার