ই-পেপার শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৫, ১২:২৮

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেডের প্রায় ৭০ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৪৩৮ টাকার হিসাব গরমিলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী এবং তার দুই কন্যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে।

জাপানি বিনিয়োগকারী ও কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন গত ১৬ এপ্রিল ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা (কেস নং: ১৬৩/২০২৫) দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের জানুয়ারিতে জাপান-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ, বিএসইসির মধ্যস্থতায় একটি ক্রয় চুক্তির মাধ্যমে আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই কন্যার কাছ থেকে ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি স্পনসর শেয়ার ক্রয় করে। এরপর মিনোরি বাংলাদেশের পক্ষে কোম্পানির পরিচালনা পর্ষদে তিনজন মনোনীত পরিচালক নিয়োগ করা হয়।

চুক্তির ধারা ৪.২ অনুযায়ী, সাবেক পরিচালকদের সাত কর্মদিবসের মধ্যে কোম্পানির দায়-দেনার হিসাব প্রকাশ ও পরিশোধ করার কথা ছিল। ধারা ৪.৩ অনুযায়ী, এই দায় মিনোরি বাংলাদেশের উপর বর্তাবে না। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও আরিফ আহমেদ চৌধুরী ও তার কন্যারা চুক্তির শর্ত পালন করেননি।

এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ৯ জানুয়ারি তাদের নামে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। পরবর্তীতে ১৬ এপ্রিল মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, আরিফ ও তার কন্যারা কোম্পানির ৭০ কোটি টাকার ভ্যাট ও ট্যাক্সের হিসাব গোপন করেছেন এবং শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলোকে তা জানাননি।

মিনোরি বাংলাদেশের আইনজীবী মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আরিফ আহমেদ চৌধুরীর সময়ে প্রায় ৭০ কোটি টাকার ভ্যাট ও ট্যাক্সের তথ্য গোপন করা হয়েছে। শেয়ার বিক্রির পর খরচের হিসাবও সঠিকভাবে দেওয়া হয়নি। এজন্য ভ্যাট-ট্যাক্স ফাঁকি ও হিসাব সঠিকভাবে প্রদানের দাবিতে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করলে ফৌজদারি মামলাসহ অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মিয়া মামুন জানান, আরিফ আহমেদ চৌধুরী ৭০ কোটি টাকার হিসাব গোপন করেছেন। এই অর্থের ব্যয়ের বিবরণ জানতে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি জবাব দেননি। এ কারণে কোম্পানির উৎপাদন কার্যক্রমে ব্যাপক সমস্যা হচ্ছে।

জানা গেছে, আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই কন্যা বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আমার বার্তা/এল/এমই

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত‍্যার তদন্ত প্রতিবেদন সোমবার দাখিল: তাজুল ইসলাম

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত

শেখ হাসিনাসহ সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা

দেশে ভোটারবিহীন নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমিশনারদের বিরুদ্ধে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা

বেনজীরের মেয়ের দুবাইয়ের ফ্ল্যাট জব্দ ও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে দুবাইয়ে থাকা একটি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের রাজধানীর তেজগাঁওয়ের চারতলা বাড়ি, পুরোনো ভবনসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি

আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে আসিফ নজরুলের ফেসবুকে পোস্ট

ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা

গোয়েন্দাদের যে খবরে আরব সাগরে টহল বাড়ালো ভারত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত‍্যার তদন্ত প্রতিবেদন সোমবার দাখিল: তাজুল ইসলাম

আ. লীগ নিষিদ্ধে জাতীয় সংলাপের আহ্বান রাশেদ খানের

আ.লীগ নিষিদ্ধে মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা

গুম হওয়া বিএনপি নেতার বাসায় পরোয়ানা, এসআইকে প্রত্যাহার

চীনের তৈরি জে-১০ দিয়ে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

ভারত–পাকিস্তান সংঘাতে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটি বিএনপির বিষয় নয়

রাতে নিখোঁজ, সকালে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়েছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি

জবি ম্যাথ ক্লাবের দায়িত্বে সিফাত ও নয়ন

নিরাপত্তা শঙ্কায় আইপিএল ছেড়ে দেশে ফিরতে চান অজি ক্রিকেটাররা

প্রাইমএশিয়ার পারভেজ হত্যা, শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেপ্তার

দুই ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে ৩ ইংলিশ ক্লাব

পাকিস্তানের পক্ষে যে বার্তা দিলেন এরদোগান

ব্যবসায়ীর বাসায় গুলি করা সন্দেহে সেই যুবদল নেতা গ্রেপ্তার