ই-পেপার বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৫, ১২:২৮

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেডের প্রায় ৭০ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৪৩৮ টাকার হিসাব গরমিলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী এবং তার দুই কন্যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে।

জাপানি বিনিয়োগকারী ও কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন গত ১৬ এপ্রিল ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা (কেস নং: ১৬৩/২০২৫) দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের জানুয়ারিতে জাপান-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ, বিএসইসির মধ্যস্থতায় একটি ক্রয় চুক্তির মাধ্যমে আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই কন্যার কাছ থেকে ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি স্পনসর শেয়ার ক্রয় করে। এরপর মিনোরি বাংলাদেশের পক্ষে কোম্পানির পরিচালনা পর্ষদে তিনজন মনোনীত পরিচালক নিয়োগ করা হয়।

চুক্তির ধারা ৪.২ অনুযায়ী, সাবেক পরিচালকদের সাত কর্মদিবসের মধ্যে কোম্পানির দায়-দেনার হিসাব প্রকাশ ও পরিশোধ করার কথা ছিল। ধারা ৪.৩ অনুযায়ী, এই দায় মিনোরি বাংলাদেশের উপর বর্তাবে না। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও আরিফ আহমেদ চৌধুরী ও তার কন্যারা চুক্তির শর্ত পালন করেননি।

এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ৯ জানুয়ারি তাদের নামে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। পরবর্তীতে ১৬ এপ্রিল মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, আরিফ ও তার কন্যারা কোম্পানির ৭০ কোটি টাকার ভ্যাট ও ট্যাক্সের হিসাব গোপন করেছেন এবং শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলোকে তা জানাননি।

মিনোরি বাংলাদেশের আইনজীবী মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আরিফ আহমেদ চৌধুরীর সময়ে প্রায় ৭০ কোটি টাকার ভ্যাট ও ট্যাক্সের তথ্য গোপন করা হয়েছে। শেয়ার বিক্রির পর খরচের হিসাবও সঠিকভাবে দেওয়া হয়নি। এজন্য ভ্যাট-ট্যাক্স ফাঁকি ও হিসাব সঠিকভাবে প্রদানের দাবিতে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করলে ফৌজদারি মামলাসহ অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মিয়া মামুন জানান, আরিফ আহমেদ চৌধুরী ৭০ কোটি টাকার হিসাব গোপন করেছেন। এই অর্থের ব্যয়ের বিবরণ জানতে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি জবাব দেননি। এ কারণে কোম্পানির উৎপাদন কার্যক্রমে ব্যাপক সমস্যা হচ্ছে।

জানা গেছে, আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই কন্যা বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আমার বার্তা/এল/এমই

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে চেম্বার আদালতে মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু