ই-পেপার শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার দিতে হবে

আমার বার্তা অনলাইন:
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৯

ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের দায়ে মার্কিন আদালতে গুগলকে বড় অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হচ্ছে। এক রায়ে বলা হয়েছে, গুগলকে প্রায় ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্টে চলা মামলায় অভিযোগ ছিল, গুগল দীর্ঘ আট বছর ধরে কোটি কোটি ব্যবহারকারীর মোবাইল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করেছে। যদিও অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে ট্র্যাকিং বা নজরদারি ফিচার বন্ধ করে রেখেছিলেন।

ব্যবহারকারীদের দাবি, এই তথ্য সংগ্রহ গুগলের ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি সেটিংসের নীতিমালা ভঙ্গ করেছে এবং সরাসরি গোপনীয়তা লঙ্ঘনের শামিল।

বিচারকরা তিনটি অভিযোগের মধ্যে দুইটিতে গুগলকে দায়ী করেছে। তবে তারা বলেছে, গুগল ‘ইচ্ছাকৃত বিদ্বেষ’ দেখায়নি। তাই কোনো শাস্তিমূলক জরিমানা আরোপ করা হয়নি।

এই মামলায় বাদীপক্ষ প্রথমে দাবি করেছিল, ক্ষতিপূরণের অংক হবে ৩১ বিলিয়ন ডলার। যদিও শেষ পর্যন্ত আদালত ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ধার্য করেছে।

রায়ের পর গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা জানান, কোম্পানি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, “আদালতের এই রায় আমাদের পণ্যের কার্যপদ্ধতি সঠিকভাবে বোঝেনি। আমরা ব্যবহারকারীদের ডেটা নিয়ন্ত্রণের ক্ষমতা দিই এবং যখন তারা পার্সোনালাইজেশন বন্ধ করে। আমরা তা সম্মান করি।”

গুগল আরও দাবি করেছে, যে তথ্য সংগ্রহ করা হয়েছে তা “ব্যক্তিগত নয়, ছদ্মনাম ব্যবহার করা, আলাদাভাবে সংরক্ষিত ও এনক্রিপটেড”। ফলে সেগুলো ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট বা পরিচয়ের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

এই ক্লাস-অ্যাকশন মামলা ২০২০ সালের জুলাইয়ে দায়ের করা হয়েছিল। পরে এটি ৯৮ মিলিয়ন ব্যবহারকারী এবং ১৭৪ মিলিয়ন ডিভাইসকে অন্তর্ভুক্ত করে ক্লাস-অ্যাকশন হিসেবে অনুমোদিত হয়। অভিযোগ অনুযায়ী, গুগল উবার, ভেনমো এবং মেটার ইনস্টাগ্রামের মতো বিভিন্ন অ্যাপের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে আসছিল।

বাদীপক্ষের আইনজীবী ডেভিড বোইস বলেন, “আমরা রায়ে অত্যন্ত সন্তুষ্ট। এটি প্রমাণ করেছে, গুগল ব্যবহারকারীর আস্থার সঙ্গে প্রতারণা করেছে।”

আমার বার্তা/এমই

মেসেজ লেখাসহ বানানও ঠিক করে দেবে, হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার

মেসেজ লেখার সময় বানান ভুল কিংবা গুছিয়ে না লেখার ঝামেলায় হরহামেশাই পড়তে হয়। তাই হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, আর লাগবে না ফোন নম্বর

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান মেটা। খুব শিগগিরই অ্যাপটির

বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম যেমন হবে

কিছুদিন (৯ সেপ্টেম্বর) পর আইফোনের বার্ষিক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। সেই অনুষ্ঠানে বহুল

অ্যাপলের সঙ্গে করা চুক্তি বজায় রাখতে পারবে গুগল ক্রোম

যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট মামলায় জয় পেয়েছে গুগল। আদালত বলেছে, গুগলকে তাদের জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রি করতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত ১০

অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগ, সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯

প্রথম কাজ হবে ওয়ান বেড ওয়ান স্টুডেন্ট সিস্টেম চালু: আব্দুল কাদের

৫৪ বছরের বাংলাদেশকে দেড় বছরের মুখোমুখি করবেন না: রিজওয়ানা

ডাকসু নির্বাচনে ইসি অপেশাদার আচরণ করছে: সাদিক কায়েম

নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে অনেকে দিশেহারা: উপদেষ্টা আসিফ

সাংহাই সম্মেলনে ঘনিষ্ঠতা দেখালেও, আসন্ন ব্রিকস সম্মেলনে থাকছেন না মোদি

জাতিসংঘের দূতের কাছে মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনার সমর্থন পুনর্ব্যক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের

রিসাইক্লিং থেকে রেভিনিউ : চক্রাকার অর্থনীতির বাস্তবায়ন এখন সময়ের দাবি

চট্টগ্রামে জশনে জুলুসে অংশ নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত বেড়ে ৫ জন

পার্টি অফিসে হামলা-অগ্নিসংযোগ আইনের শাসনের ওপর নগ্ন আঘাত

সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু

কাউকে না জানিয়ে ২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী

মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়: রিজভী

দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ ৮ সেপ্টেম্বর

ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো চলমান: উপদেষ্টা আদিলুর রহমান

বিয়ের অনুষ্ঠানে মদপানে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩ জন

মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর: বিধানসভায় মমতার হুঙ্কার

দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে চবির সাবেক শিক্ষার্থীদের: ডা. তাহের