দেশে প্রথম বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের বা ফাইভজি সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি। তবে প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু নির্দিষ্ট এলাকায় এই সেবা পাওয়া যাবে।
বাণিজ্যিকভাবে রবির ফাইভজি সেবা চালু, প্রাথমিকভাবে মিলবে ৩ এলাকায়
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীতে রবির করপোরেট অফিসে দেশের প্রথম ৫জি সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দেশে প্রথম বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু নির্দিষ্ট এলাকায় এই সেবা পাওয়া যাবে।
গ্রাহকরা ফোরজির মূল্যেই ফাইভজি ডাটা প্যাক ব্যবহার করতে পারবেন জানিয়ে তিনি বলেন, তবে শুধু প্রযুক্তি চালু করলেই হবে না, গ্রাহক যাতে মানসম্মত ফাইভজি সেবা পান তা নিশ্চিত করতে হবে।
আমার বার্তা/এল/এমই