ই-পেপার বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

ফেসবুকে ফ্যাক্টচেকের পরিবর্তে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কমিউনিটি নোটস

আমার বার্তা অনলাইন:
১৫ মার্চ ২০২৫, ১৬:১৭

ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের মতো কমিউনিটি নোটস ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এ জন্য আগামী ১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হবে। তবে প্রাথমিকভাবে জনসমক্ষে নোটগুলো প্রকাশ করবে না কোম্পানিটি। কারণ মেটা এখন শুধু কমিউনিটি নোটসের লেখা ও রেটিং করার সিস্টেম পরীক্ষা করবে।

গত জানুয়ারিতে ফ্যাক্টচেকিং প্রোগ্রামটির বদলে কমিউনিটি নোটস ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছিল মেটা। এই প্রোগ্রামের কনট্রিবিউটর হতে বর্তমানে প্রায় ২ লাখ অবদানকারী ওয়েটলিস্টে সাইনআপ করেছে। তবে শুরুর দিকে সবাই নোট লেখার ও রেটিং করার সুযোগ পাবে না। কোম্পানিটি ‘ধীরে ধীরে এবং এলোমেলোভাবে’ আবেদনকারীদের এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবে।

কমিউনিটি নোটস কী

কমিউনিটি নোটস হলো এমন এক ফিচার, যা সাধারণত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট পোস্ট বা কনটেন্টের সঠিকতা বা ভুল যাচাই করতে সাহায্য করে। এই সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা কনটেন্ট সম্পর্কে তথ্য যোগ করতে বা সংশোধন করতে পারেন, যাতে অন্যরা সঠিক বা ভুল তথ্য চিহ্নিত করতে পারেন।

অন্য ব্যবহারকারীরা এই নোটগুলোর ওপরে ভোট দিতে পারেন, যেমন: তারা এই মন্তব্যের সঙ্গে একমত নাকি দ্বিমত পোষণ করেন। কেবল তখনই একটি নোট মূল কনটেন্টে যুক্ত হবে, যখন তা নির্দিষ্ট পরিমাণ ভোট পাবে এবং প্রমাণিত হবে যে, কমিউনিটি নোটটি সঠিক বা প্রাসঙ্গিক।

মেটা আরও জানায়, তারা এক্সের পদ্ধতি অনুসরণ করে কমিউনিটি নোটস চালু করবে, যেখানে অবদানকারীরা নোট লিখতে ও রেটিং করতে পারবে। তবে বিভিন্ন দৃষ্টিভঙ্গির অবদানকারীরা যদি একমত না হন, তাহলে সেগুলো প্রকাশিত হবে না। নোট রেটিং সিস্টেমের জন্য মেটা এক্সের ওপেন-সোর্স অ্যালগরিদম ব্যবহার করবে।

এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, ‘২০১৬ সালে আমরা ফ্যাক্টচেকিং প্রোগ্রাম চালু করার সময় পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে, আমরা কোনো কিছু সত্য নাকি তার রায়দানকারী হতে চাই না এবং বিশেষজ্ঞ ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভর করা সবচেয়ে ভালো সমাধান হবে বলে বিশ্বাস করেছিলাম। তবে ফিচারটি সেভাবে কাজ করেনি, বিশেষত যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞরা তাঁদের নিজস্ব রাজনৈতিক পক্ষ গ্রহণ করেন।

এ ছাড়া, মেটা জানায়, কমিউনিটি নোটসের প্রতি নোটের জন্য ৫০০ ক্যারেক্টারের (বর্ণ, ইমোজি, চিহ্ন) সীমা থাকবে এবং সেগুলোর সঙ্গে একটি লিংক থাকতে হবে, যা নোটটিকে সমর্থন করবে। একবার নোটগুলো ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হলে সেগুলোর লেখকের নাম থাকবে না। কারণ আমরা চাই, নোটগুলো রেটিং করা হোক কেবল তাদের প্রাসঙ্গিকতা ওপর, লেখকের ওপর নয়।’

কমিউনিটি নোটসে কনট্রিবিউটর হিসেবে আবেদন করতে ব্যবহারকারীদের ১৮ বছরের বেশি বয়সী হতে হবে, ছয় মাসের পুরোনো ও সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটি যাচাইকৃত ফোন নম্বর বা ২-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু থাকতে হবে। শুরুতে, আবেদনকারীরা বিজ্ঞাপনগুলোর ওপর নোট লিখতে পারবেন না, তবে তারা ‘মেটা এবং এর নির্বাহী, রাজনীতিবিদদের পোস্টসহ প্রায় সব ধরনের কনটেন্টে’ নোট যোগ করতে পারবেন। কমিউনিটি নোটস ইংরেজি, স্প্যানিশ, চীনা, ভিয়েতনামি, ফরাসি ও পর্তুগিজ ভাষায় লেখা যাবে।

যুক্তরাষ্ট্রের বাইরে মেটা তার তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং সিস্টেম ব্যবহার করতে থাকবে, তবে ভবিষ্যতে বিশ্বব্যাপী কমিউনিটি নোটস সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।

আমার বার্তা/এমই

আইফোনের আদলে অ্যান্ড্রয়েডেও আসছে ইমার্জেন্সি লাইভ ভিডিও–সুবিধা

‘ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও’–সুবিধা চালু করেছে অ্যাপল। গুগলও তাদের পিক্সেল ফোনে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির দুর্ঘটনা শনাক্তকরণ,

সৌর ব্যতিচারের কারণে টানা ৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্নের শঙ্কা

সৌর ব্যতিচারের কারণে টানা ৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্নের শঙ্কা   সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর

বাংলাদেশ স্যাটেলাইটের সেবা বিঘ্নিত হতে পারে আট দিন

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ

এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল

যুক্তরাজ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ৬৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচনে আলোচনার শীর্ষে ৬ ভিপিপ্রার্থী

এআই ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যুগান্তকারী চুক্তি

জনগণ যাকে ভোট দেবে তাকেই মানতে হবে: ভারতীয় বিশ্লেষকরা

গাজায় ইসরাইলি বর্বরতায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল

১৮ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

কুড়িগ্রামে স্কুলের ৩ তলা থেকে পড়ে নিভে গেল, শিশু মুনতাহার জীবন প্রদীপ

খুলনায় ইজি বাইকের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

কুয়াকাটায় নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ করায় এক যুবকের কারাদণ্ড

টেবিলে সমাধান হলে অসাংবিধানিক পথ বন্ধ হবে: সালাহউদ্দিন

দুর্গাপূজায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ

সাংবিধানিক আদেশ ও গণভোট প্রশ্নে দ্বিধা বিভক্ত রাজনৈতিক দলগুলো

শিবগঞ্জ উপজেলাকে দ্বিতীয়বারের মতো বাল্যবিবাহমুক্ত ঘোষণা

জলমহালের ইজারা জেলেদের দিতে হবে: ফরিদা আখতার

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২ জন

বিএসসি-ডিপ্লোমাদের সমঝোতায় কমিটি, আন্দোলন না করার প্রতিশ্রুতি

মির্জা ফখরুলসহ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৪ রাজনীতিবিদ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ রেলওয়ে ক্রসিং বন্ধ করতে তোপের মুখে রেলওয়ে কর্তৃপক্ষ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই: এবি পার্টি