ই-পেপার শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩

ফেসবুকে ফ্যাক্টচেকের পরিবর্তে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কমিউনিটি নোটস

আমার বার্তা অনলাইন:
১৫ মার্চ ২০২৫, ১৬:১৭

ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের মতো কমিউনিটি নোটস ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এ জন্য আগামী ১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হবে। তবে প্রাথমিকভাবে জনসমক্ষে নোটগুলো প্রকাশ করবে না কোম্পানিটি। কারণ মেটা এখন শুধু কমিউনিটি নোটসের লেখা ও রেটিং করার সিস্টেম পরীক্ষা করবে।

গত জানুয়ারিতে ফ্যাক্টচেকিং প্রোগ্রামটির বদলে কমিউনিটি নোটস ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছিল মেটা। এই প্রোগ্রামের কনট্রিবিউটর হতে বর্তমানে প্রায় ২ লাখ অবদানকারী ওয়েটলিস্টে সাইনআপ করেছে। তবে শুরুর দিকে সবাই নোট লেখার ও রেটিং করার সুযোগ পাবে না। কোম্পানিটি ‘ধীরে ধীরে এবং এলোমেলোভাবে’ আবেদনকারীদের এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবে।

কমিউনিটি নোটস কী

কমিউনিটি নোটস হলো এমন এক ফিচার, যা সাধারণত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট পোস্ট বা কনটেন্টের সঠিকতা বা ভুল যাচাই করতে সাহায্য করে। এই সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা কনটেন্ট সম্পর্কে তথ্য যোগ করতে বা সংশোধন করতে পারেন, যাতে অন্যরা সঠিক বা ভুল তথ্য চিহ্নিত করতে পারেন।

অন্য ব্যবহারকারীরা এই নোটগুলোর ওপরে ভোট দিতে পারেন, যেমন: তারা এই মন্তব্যের সঙ্গে একমত নাকি দ্বিমত পোষণ করেন। কেবল তখনই একটি নোট মূল কনটেন্টে যুক্ত হবে, যখন তা নির্দিষ্ট পরিমাণ ভোট পাবে এবং প্রমাণিত হবে যে, কমিউনিটি নোটটি সঠিক বা প্রাসঙ্গিক।

মেটা আরও জানায়, তারা এক্সের পদ্ধতি অনুসরণ করে কমিউনিটি নোটস চালু করবে, যেখানে অবদানকারীরা নোট লিখতে ও রেটিং করতে পারবে। তবে বিভিন্ন দৃষ্টিভঙ্গির অবদানকারীরা যদি একমত না হন, তাহলে সেগুলো প্রকাশিত হবে না। নোট রেটিং সিস্টেমের জন্য মেটা এক্সের ওপেন-সোর্স অ্যালগরিদম ব্যবহার করবে।

এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, ‘২০১৬ সালে আমরা ফ্যাক্টচেকিং প্রোগ্রাম চালু করার সময় পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে, আমরা কোনো কিছু সত্য নাকি তার রায়দানকারী হতে চাই না এবং বিশেষজ্ঞ ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভর করা সবচেয়ে ভালো সমাধান হবে বলে বিশ্বাস করেছিলাম। তবে ফিচারটি সেভাবে কাজ করেনি, বিশেষত যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞরা তাঁদের নিজস্ব রাজনৈতিক পক্ষ গ্রহণ করেন।

এ ছাড়া, মেটা জানায়, কমিউনিটি নোটসের প্রতি নোটের জন্য ৫০০ ক্যারেক্টারের (বর্ণ, ইমোজি, চিহ্ন) সীমা থাকবে এবং সেগুলোর সঙ্গে একটি লিংক থাকতে হবে, যা নোটটিকে সমর্থন করবে। একবার নোটগুলো ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হলে সেগুলোর লেখকের নাম থাকবে না। কারণ আমরা চাই, নোটগুলো রেটিং করা হোক কেবল তাদের প্রাসঙ্গিকতা ওপর, লেখকের ওপর নয়।’

কমিউনিটি নোটসে কনট্রিবিউটর হিসেবে আবেদন করতে ব্যবহারকারীদের ১৮ বছরের বেশি বয়সী হতে হবে, ছয় মাসের পুরোনো ও সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটি যাচাইকৃত ফোন নম্বর বা ২-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু থাকতে হবে। শুরুতে, আবেদনকারীরা বিজ্ঞাপনগুলোর ওপর নোট লিখতে পারবেন না, তবে তারা ‘মেটা এবং এর নির্বাহী, রাজনীতিবিদদের পোস্টসহ প্রায় সব ধরনের কনটেন্টে’ নোট যোগ করতে পারবেন। কমিউনিটি নোটস ইংরেজি, স্প্যানিশ, চীনা, ভিয়েতনামি, ফরাসি ও পর্তুগিজ ভাষায় লেখা যাবে।

যুক্তরাষ্ট্রের বাইরে মেটা তার তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং সিস্টেম ব্যবহার করতে থাকবে, তবে ভবিষ্যতে বিশ্বব্যাপী কমিউনিটি নোটস সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।

আমার বার্তা/এমই

হ্যাকারদের রুখতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ডিজিটাল দুনিয়ার পরতে পরতে পাতা রয়েছে হ্যাকারদের ফাঁদ। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলতে

কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে মেটা ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম কি কিশোরদের ক্ষতি করছে? এই প্রশ্নই এখন আদালতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা

মেটা নতুন সাবস্ক্রিপশন সেবা পরীক্ষার পরিকল্পনা করছে। এই সুবিধা মিলবে ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। প্রযুক্তি

জাতীয় ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে ১৯টি নতুন ক্লাউড সেবা চালু

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জাতীয় ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে আরও ১৯টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

গরুর মাংসের স্পাইসি কাবাব তৈরির রেসিপি

লেসোথোর রাজার কাছে বাংলাদেশি দূ‌তের পরিচয়পত্র পেশ

ফ্যাসিস্ট আ.লীগের মতোই হত্যার পথ বেছে নিয়েছে বিএনপি: আবদুল হালিম

বেবিচককে বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের সিদ্ধান্ত

৭ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

১৯ বছর পর বগুড়ায় ফিরে আবেগাপ্লুত তারেক রহমান

আপনাদের রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, ব্যবসায়ীদের বললেন জামায়াত আমির

৩০ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

ইরানের রেভোল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিলো ইইউ

৮ ফেব্রুয়ারির পর প্রার্থিতা ফেরত পেলেও প্রবাসীদের ভোট মিলবে না

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আসমান থেকে মাটিতে নেমে এসেছেন

কোনও দলের প্রতি পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ভুলবশত’ হত্যা মামলার ৩ আসামিকে মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো: প্রেস সচিব

যারা শঙ্কার সৃষ্টি করছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে: আমীর খসরু

সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির: চরমোনাই পীর

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব