ই-পেপার বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ফেসবুকে ফ্যাক্টচেকের পরিবর্তে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কমিউনিটি নোটস

আমার বার্তা অনলাইন:
১৫ মার্চ ২০২৫, ১৬:১৭

ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের মতো কমিউনিটি নোটস ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এ জন্য আগামী ১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হবে। তবে প্রাথমিকভাবে জনসমক্ষে নোটগুলো প্রকাশ করবে না কোম্পানিটি। কারণ মেটা এখন শুধু কমিউনিটি নোটসের লেখা ও রেটিং করার সিস্টেম পরীক্ষা করবে।

গত জানুয়ারিতে ফ্যাক্টচেকিং প্রোগ্রামটির বদলে কমিউনিটি নোটস ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছিল মেটা। এই প্রোগ্রামের কনট্রিবিউটর হতে বর্তমানে প্রায় ২ লাখ অবদানকারী ওয়েটলিস্টে সাইনআপ করেছে। তবে শুরুর দিকে সবাই নোট লেখার ও রেটিং করার সুযোগ পাবে না। কোম্পানিটি ‘ধীরে ধীরে এবং এলোমেলোভাবে’ আবেদনকারীদের এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবে।

কমিউনিটি নোটস কী

কমিউনিটি নোটস হলো এমন এক ফিচার, যা সাধারণত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট পোস্ট বা কনটেন্টের সঠিকতা বা ভুল যাচাই করতে সাহায্য করে। এই সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা কনটেন্ট সম্পর্কে তথ্য যোগ করতে বা সংশোধন করতে পারেন, যাতে অন্যরা সঠিক বা ভুল তথ্য চিহ্নিত করতে পারেন।

অন্য ব্যবহারকারীরা এই নোটগুলোর ওপরে ভোট দিতে পারেন, যেমন: তারা এই মন্তব্যের সঙ্গে একমত নাকি দ্বিমত পোষণ করেন। কেবল তখনই একটি নোট মূল কনটেন্টে যুক্ত হবে, যখন তা নির্দিষ্ট পরিমাণ ভোট পাবে এবং প্রমাণিত হবে যে, কমিউনিটি নোটটি সঠিক বা প্রাসঙ্গিক।

মেটা আরও জানায়, তারা এক্সের পদ্ধতি অনুসরণ করে কমিউনিটি নোটস চালু করবে, যেখানে অবদানকারীরা নোট লিখতে ও রেটিং করতে পারবে। তবে বিভিন্ন দৃষ্টিভঙ্গির অবদানকারীরা যদি একমত না হন, তাহলে সেগুলো প্রকাশিত হবে না। নোট রেটিং সিস্টেমের জন্য মেটা এক্সের ওপেন-সোর্স অ্যালগরিদম ব্যবহার করবে।

এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, ‘২০১৬ সালে আমরা ফ্যাক্টচেকিং প্রোগ্রাম চালু করার সময় পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে, আমরা কোনো কিছু সত্য নাকি তার রায়দানকারী হতে চাই না এবং বিশেষজ্ঞ ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভর করা সবচেয়ে ভালো সমাধান হবে বলে বিশ্বাস করেছিলাম। তবে ফিচারটি সেভাবে কাজ করেনি, বিশেষত যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞরা তাঁদের নিজস্ব রাজনৈতিক পক্ষ গ্রহণ করেন।

এ ছাড়া, মেটা জানায়, কমিউনিটি নোটসের প্রতি নোটের জন্য ৫০০ ক্যারেক্টারের (বর্ণ, ইমোজি, চিহ্ন) সীমা থাকবে এবং সেগুলোর সঙ্গে একটি লিংক থাকতে হবে, যা নোটটিকে সমর্থন করবে। একবার নোটগুলো ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হলে সেগুলোর লেখকের নাম থাকবে না। কারণ আমরা চাই, নোটগুলো রেটিং করা হোক কেবল তাদের প্রাসঙ্গিকতা ওপর, লেখকের ওপর নয়।’

কমিউনিটি নোটসে কনট্রিবিউটর হিসেবে আবেদন করতে ব্যবহারকারীদের ১৮ বছরের বেশি বয়সী হতে হবে, ছয় মাসের পুরোনো ও সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটি যাচাইকৃত ফোন নম্বর বা ২-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু থাকতে হবে। শুরুতে, আবেদনকারীরা বিজ্ঞাপনগুলোর ওপর নোট লিখতে পারবেন না, তবে তারা ‘মেটা এবং এর নির্বাহী, রাজনীতিবিদদের পোস্টসহ প্রায় সব ধরনের কনটেন্টে’ নোট যোগ করতে পারবেন। কমিউনিটি নোটস ইংরেজি, স্প্যানিশ, চীনা, ভিয়েতনামি, ফরাসি ও পর্তুগিজ ভাষায় লেখা যাবে।

যুক্তরাষ্ট্রের বাইরে মেটা তার তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং সিস্টেম ব্যবহার করতে থাকবে, তবে ভবিষ্যতে বিশ্বব্যাপী কমিউনিটি নোটস সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।

আমার বার্তা/এমই

পাসওয়ার্ড সুরক্ষিত কি না জানিয়ে দেবে যে চার টুল

এত এত সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকায় একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করার প্রবণতা দেখা যায়।ফেসবুক,

আজ থেকে ইউটিউবে যে সকল সুবিধা পাবেন না

ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিয়েছিল কয়েকদিন আগেই। ১৫ জুলাই থেকে ইউটিউবে নতুন একটি নিয়ম

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি ডাটা দেবে বিটিআরসি

মোবাইল অপারেটরগুলো ১৮ জুলাই গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা দেবে বলে জানিয়েছে

টেলিকম নীতিমালা সমৃদ্ধ করতে যৌক্তিক পরামর্শ গ্রহণ করা হবে

টেলিকম খাতের নীতিমালা আরও কার্যকর ও সমৃদ্ধ করতে যৌক্তিক পরামর্শগুলো বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়নগরে উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

আন্তঃধর্মীয় সংলাপে যোগ দিতে ইউনূসকে আমন্ত্রণ

হাউজবোট ওনার্স এসোসিয়েশন এর উদ্যোগে নীলাদ্রী লেক পরিচ্ছন্নতা অভিযান

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষিবিদদের বিক্ষোভ সমাবেশ

জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি: সালাহউদ্দিন

বিপিএল উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে বিসিবির মতবিনিমিয়

ব্রুনাই সুলতান হাজী হাসানাল বলকিয়ার ৭৯তম জন্মদিন আজ

চাকরি হারালেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি ওয়াসেক

গণভোট ছাড়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তন নয়: বিএনপি

ডিএমপির জুন মাসের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মোট ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত

মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা: গাজীপুর থেকে আসামি গ্রেপ্তার

সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্তির সুপারিশে ক্ষুব্ধ মহিলা পরিষদ

তত্ত্বাবধায়কের রায়ে সন্তুষ্ট হলেও অসঙ্গতি নিয়ে আপিল করব: বদিউল

দ্বিকক্ষ সংসদ-সংবিধান সংশোধনে ঐকমত্যে পৌঁছায়নি দলগুলো

বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন কানু মিয়া

জুলাইয়ের চেতনাকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার

১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই

সংবিধান ইস্যুতে ঐকমত্য নয়, কমিশনের সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেবে বিএনপি

শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে : ধর্ম উপদেষ্টা