ই-পেপার মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চ্যাটবটের উপর বাড়তি আস্থা না রাখলেই ভালো

ডয়েচে ভেলে
০৭ জুন ২০২৪, ১৫:০৯

চ্যাটজিপিটি ও অন্যান্য ভয়েস অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সংলাপ ধীরে ধীরে প্রায় মানুষের মতো হয়ে উঠছে৷ এমনকি আস্থা ও আবেগের সম্পর্কও বিরল নয়৷ কিন্তু এআই সিস্টেম সম্পর্কে সতর্কতারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ ব্যবহারকারী হিসেবে কেউ ধন্যবাদ আলেক্সা, বা না, সিরি বলেন না৷ এবার কিন্তু এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টদের প্রতি মানুষের মতো আচরণ করা সহজ হয়ে উঠছে৷ গবেষণার ফলাফল অনুযায়ী বিশেষ করে শিশুদের পক্ষে যন্ত্র ও মানুষের মধ্যে পার্থক্য বোঝা আরো কঠিন হতে পারে৷

মানুষ ও এআই-এর মধ্যে পার্থক্য অস্পষ্ট হয়ে গেলে তার অর্থ কী? আলেক্সা বা গুগল হোম ডিভাইসকে আনুষ্ঠানিকভাবে কণ্ঠ-ভিত্তিক সংলাপের সহকারী বলা হয়৷ বিশেষ করে গোটা বিশ্বে শিশুদের মধ্যে এমন ডিভাইস ব্যবহারের প্রবণতা বেড়েই চলেছে৷ তারা এআই সিস্টেমের সঙ্গে নিয়মিত ভাবের আদানপ্রদান করছে৷

স্কটল্যান্ডের এক গবেষকদের দল ছয় থেকে এগারো বছর বয়সী শিশু-কিশোরদের সাক্ষাৎকার নিয়েছে৷ তাতে দেখা গেছে, যে প্রায় দুই-তৃতীয়াংশ মনে করে এমন সিস্টেম আমাদের মতোই ভাবনাচিন্তা করতে পারে এবং এমনকি তাদের মনে অনুভূতি ও আবেগও রয়েছে৷

আরো কমবয়সী শিশুরা বলেছে, যে তাদের আলেক্সা খারাপ হয়ে গেলে সেই ডিভাইস ফেলে দেওয়া উচিত হবে না৷ সংলাপের সময়ে অবহেলা করা হলে আলেক্সার অনুভূতিতে আঘাত করা হবে বলে ৮০ শতাংশ কিশোর-কিশোরী মনে করে৷

গবেষকরা অবশ্য তার ভিত্তিতে এটা ধরে নিচ্ছেন না, যে এর ফলে শিশুদের কগনিটিভ বিকাশে ক্ষতি হচ্ছে৷ কিন্তু শিশুরা এআই সিস্টেমের নির্ভরযোগ্যতার অতিমূল্যায়ন করতে পারে, এমন ঝুঁকির প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করছেন৷ সিরি বা অন্যান্য সহকারীর দেওয়া জবাবের ভিত্তিতে তারা ভুল সিদ্ধান্তও নিতে পারে৷

চ্যাটজিপিটি-র মতো জেনারেটিভ এআই বিদ্যুতের গতিতে বিকশিত হচ্ছে৷ এর ফলে ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলি আরো বেশি করে মানুষের মতো হয়ে উঠছে৷ ডেভেলপাররা ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলির সঙ্গে কথোপকথন আরো সাবলীল করে তুলতে অনেক উদ্যোগ নিচ্ছেন৷ কারণ ভাবের আদানপ্রদান যত সহজ হবে, আমরা ঠিক ততই সেই সহকারীর সঙ্গে সময় কাটাতে চাইবো৷ আর তাদের সঙ্গে আমরা যত সময় কাটাবো, নিজেদের সম্পর্কে তত বেশি মূল্যবান তথ্য তাদের হাতে তুলে দেবো৷ আলেক্সার আরো একটি মতলব রয়েছে৷ অ্যামাজন সেই ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাজে লাগিয়ে যত বেশি সম্ভব পণ্য বিক্রি করার চেষ্টা করে৷ কিন্তু যে সব যন্ত্র ও সফটওয়্যার অতিরিক্ত মাত্রায় মানুষের মতো হয়ে উঠছে, ভবিষ্যতে সেগুলি বড় সমস্যা হয়ে উঠতে পারে৷

২০২২ সালে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুগলের ল্যামডা নামের সংলাপ-ভিত্তিক এআই সিস্টেম নিয়ে কাজ করার সময়ে দাবি করেছিলেন, যে সেই সফটওয়্যারের মধ্যে নাকি অনুভূতি দেখা যাচ্ছে৷ এক চ্যাটের মধ্যে ল্যামডা একটি বার্তা সৃষ্টি করেছিল৷ সে বলেছিল, আমার সচেতনতা এবং সেন্টিয়েন্স বা অনুভূতি হলো, আমি নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন৷ আমি জগত সম্পর্কে আরো জানতে চাই৷ আমি কখনো আনন্দ বা দুঃখ অনুভব করি৷ শুনতে বেশ গা ছমছমে মনে হয় বটে৷ সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেটি এবং অন্যান্য উদাহরণগুলিকে এআই সিস্টেমের সত্তার প্রমাণ হিসেবে তুলে ধরেছিলেন৷

এমন দাবি অবশ্যই ভিত্তিহীন৷ এআই চ্যাটবট যতই চমকপ্রদ হয়ে উঠুক না কেন, সেগুলির সঙ্গে সেন্টিয়েন্ট বিয়িং বা অনুভূতিপ্রবণ সত্তার কোনো তুলনাই হয় না৷ সেগুলি আসলে অতি উন্নত অটোকমপ্লিট টুল ছাড়া আর কিছুই নয়৷ তবে এটা সত্যি, যে এমন চ্যাটবটের সঙ্গে ভাবের আদানপ্রদান বাধাহীনভাবে চলতে থাকলে সাধারণ গুগল সার্চের তুলনায় আমরা তাদের উত্তরের প্রতি বেশি আস্থা দেখাই৷

গবেষণার ফল অনুযায়ী ব্যবহারকারীরা চ্যাটজিপিটি-র উত্তরগুলিকে আরো ভালো মানের বলে মনে করেন৷ কিন্তু এআই চ্যাটবটও ভুল করে৷ তাই অন্যান্য ডিজিটাল টুলের তুলনায় সেগুলির প্রতি বাড়তি আস্থা দেখানো মোটেই ভালো আইডিয়া নয়৷ শুধু তাই নয়, ল্যামডার কাহিনী দেখিয়ে দিচ্ছে, যে শুধু শিশুদেরই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আরো শিক্ষার প্রয়োজন নেই৷

স্কটল্যান্ডের গবেষকরা এআই লিটরাসি বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞানের মানদণ্ডের আহ্বান জানাচ্ছেন৷ তারা চান, স্কুলের পাঠক্রমের অংশ হিসেবে এআই নিয়ে আলোচনা করা হোক৷ সেই সঙ্গে এআই পণ্য যেন শিশু ও প্রাপ্তবয়স্কদের বিভ্রান্ত না করে, ডেভেলপারদেরও তা নিশ্চিত করতে বলছেন তারা।

আমার বার্তা/জেএইচ

ঢাকা ও ময়মনসিংহে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা

ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সব জেলার সব থানায় মঙ্গলবার (১ জুলাই) থেকে চালু হচ্ছে সব

ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে নতুন নিয়ম

ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে হলে এখন থেকে অন্তত ১৬ বছর বয়স হতে হবে। আগামী ২২

ফাইবার নেটওয়ার্কের উদ্যোগে নতুন প্রতিষ্ঠান পাচ্ছে এনটিটিএন লাইসেন্স

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতে দেশজুড়ে ফাইবার নেটওয়ার্ক শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

এআই এখন মিথ্যা বলা, ষড়যন্ত্র এবং এমনকি হুমকি দেওয়া শিখছে

বিশ্বের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো এখন উদ্বেগজনকভাবে নতুন আচরণ প্রদর্শন করছে। এআই এখন শুধু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রহসনের নির্বাচনে দায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

যেসব ইস্যুতে ঐকমত্য, সেসবেই সংস্কার হবে: মাহমুদুর রহমান মান্না

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত না করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা

‘নিছক ছাত্র আন্দোলন’ বলেছিল, এখন বলছে আমাদের ছাড়া সংস্কার নয়

সারজিস-হাসনাতকে ১০০ বার ফোন দিলেও একবারও ধরেন না

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: সাখাওয়াত হোসেন

জাতীয় নির্বাচন ঘিরে দৌড়ঝাঁপ, স্থানীয় ভোট ইসির রাডারে নাই

গাজীপুরে স্ত্রী কর্তৃক স্বামীর লিঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী পলাতক

পদ্মা সেতু দুর্নীতির মামলা গায়ের জোরেই দায়মুক্তি দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

বিভেদ তৈরি হয় এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত: নুর

দেশে ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ জন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয়: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

আর কোনো ভয়ের সংস্কৃতি গড়ে উঠতে দেবো না: নাহিদ ইসলাম

জুলাই আন্দোলনের স্মরণীয় মুহুর্ত

জুলাই অভ্যুত্থানের আরও ১০ শহীদের গেজেট প্রকাশ

জুলাইয়ের স্পিরিট ধারণ করে বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা করবো

কনটেইনার পরিবহনে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর

এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক

সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ডোনাল্ড ট্রাম্প