
মোদিকে ‘মহান ব্যক্তি’ বলে আগামী বছর ভারত সফরের ইঙ্গিত ট্রাম্পের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি ও বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আগামী বছর ভারত সফর করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন,
আলোচনা ভালোই চলছে। তারা রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করে দিয়েছে। তিনি আমার বন্ধু এবং আমরা কথা বলি এবং তিনি চান যে আমি সেখানে যাই। আমরা এই সফরের বিষয়টা বিবেচনা করব, আমি যাব। প্রধানমন্ত্রী মোদি একজন মহান ব্যক্তি এবং আমি অবশ্যই সেখানে যাব।
আগামী বছর তিনি ভারত সফরের পরিকল্পনা করছেন কিনা সরাসরি এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, এটা হতে পারে।’
চলতি বছরই কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্পের ভারত আসার কথা ছিল। তবে ভারত-মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের আবহে কোয়াড জোট অস্তিত্ব সংকটে পড়েছে।
ইউক্রেন সংকটের পর থেকে ভারত পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে বিপুল পরিমাণে ছাড়কৃত মূল্যে অপরিশোধিত তেল আমদানি করে আসছে, যা ওয়াশিংটনের অস্বস্তির কারণ ছিল।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভারতকে রাশিয়ার ওপর এই অর্থনৈতিক নির্ভরশীলতা কমানোর জন্য চাপ দিয়ে আসছিল। দৃশ্যত বাণিজ্য শুল্ক কমানোর এই লোভনীয় প্রস্তাবের মাধ্যমে সেই লক্ষ্যেই এগোচ্ছে ওয়াশিংটন।
মার্কিন প্রেসিডেন্ট গত কয়েকদিন ধরে বলে আসছেন ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে চলেছে। ট্রাম্প দাবি করেছেন যে ভারত আর রাশিয়ার থেকে তেল আমদানি করবে না এবং শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হবে।
তবে ভারত এসব দাবির আনুষ্ঠানিক জবাব দিয়ে বলেছে, ভারত তার জনগণের জ্বালানি চাহিদাকে সর্বোচ্চ স্থানে রাখবে। নয়াদিল্লি তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে।
আমার বার্তা/এল/এমই

