ই-পেপার বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

আমার বার্তা অনলাইন
৩০ অক্টোবর ২০২৫, ১২:২২

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ৩৩ বছর পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ফিরছে দেশটি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কয়েক মিনিট আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীকে এই পরীক্ষা অবিলম্বে শুরু করার নির্দেশ দেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে (পেন্টাগন) নির্দেশ দিয়েছেন, যাতে অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতোই যুক্তরাষ্ট্রও সমানভাবে অস্ত্র পরীক্ষা শুরু করে।

ট্রাম্প লিখেছেন, “অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে এবং আমি যুদ্ধ দপ্তরকে নির্দেশ দিয়েছি যাতে আমরাও সমান ভিত্তিতে পরীক্ষা শুরু করি। এই প্রক্রিয়া এখনই শুরু হবে”। তিনি আরও বলেন, “রাশিয়া দ্বিতীয় স্থানে আছে, আর চীন অনেক পেছনে — তবে পাঁচ বছরের মধ্যেই তারা কাছাকাছি চলে আসবে।”

এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু জানাননি এবং সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেননি। অবশ্য ট্রাম্পের ঘোষণায় এটা স্পষ্ট নয় যে— তিনি কি পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার কথা বলেছেন, নাকি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের ফ্লাইট টেস্টের কথা বোঝাতে চেয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়িয়েছে। ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাংক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর হিসাব অনুযায়ী, ২০২০ সালে ৩০০ পারমাণবিক অস্ত্র থাকা চীনের ভাণ্ডারে ২০২৫ সালে অস্ত্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০০টিতে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের ধারণা, ২০৩০ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার এক হাজার ছাড়িয়ে যাবে।

এর মধ্যেই রাশিয়া সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও টর্পেডোর সফল পরীক্ষার ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে ট্রাম্প এ নিয়ে মন্তব্য করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচিত ইউক্রেন যুদ্ধ শেষ করার দিকে মন দেওয়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বুধবার ঘোষণা দেন, তাদের ‘পোসাইডন’ নামে একটি পারমাণবিক টর্পেডোর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি উপকূলীয় অঞ্চলে ভয়াবহ তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে সক্ষম বলে বিশ্লেষকরা মনে করেন।

এছাড়া অক্টোবরের ২১ তারিখে রাশিয়া নতুন ‘বুরেভেস্তনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং বরে পরদিন ২২ অক্টোবর পারমাণবিক হামলার মহড়া পরিচালনা করে।

এর আগে গত আগস্টে ট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করেছেন এবং এতে চীনকেও যুক্ত করতে চান। তবে বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে তাদের অস্ত্রভাণ্ডার তুলনামূলক ছোট হওয়ায় এই আলোচনায় যোগ দেওয়ার দাবি ‘অবাস্তব ও অযৌক্তিক’।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায় ১৯৯২ সালে। মূলত এ ধরনের পরীক্ষা শুধু নতুন অস্ত্রের কার্যকারিতা যাচাই নয়, পুরোনো অস্ত্রগুলো এখনও কার্যকর কি না তাও নিশ্চিত করে। তবে বিশেষজ্ঞদের মতে, নতুন পরীক্ষা চালানো হলে তা হবে রাশিয়া ও চীনের সামনে যুক্তরাষ্ট্রের কৌশলগত শক্তি প্রদর্শনেরই ইঙ্গিত।

বিশ্বে পারমাণবিক যুগের সূচনা হয়েছিল যুক্তরাষ্ট্রের হাত ধরেই। ১৯৪৫ সালের জুলাইয়ে নিউ মেক্সিকোর আলামোগোর্দোতে ২০ কিলোটন শক্তির পারমাণবিক বোমা পরীক্ষার মাধ্যমে বিশ্ব পারমাণবিক যুগে পা রেখেছিল।

একই বছর আগস্টে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা দিয়ে হামলা চালায় এবং এর মাধ্যমেই কার্যত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে।

আমার বার্তা/জেএইচ

যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট নিয়ে অভিবাসীদের দুঃসংবাদ

অভিবাসী কর্মীদের জন্য নিয়ম-কানুন আরও কঠোর করছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসী কর্মীদের ওয়ার্ক

ভারতের পশ্চিমবঙ্গে এনআরসির ভয়ে আত্মহত্যা? তুঙ্গে রাজনীতি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছে আগরপাড়ায় প্রদীপ কর নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আর

ভারতকে কোণঠাসা করে পাকিস্তানের সুরেই কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প

দক্ষিণ কোরিয়ায় দেওয়া বক্তব্যে পাকিস্তানের অবস্থানকে যেন আরও জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-পাকিস্তান

যেসব কারণে নীতি সুদ হার কমালো মার্কিন ফেডারেল রিজার্ভ

অর্থনৈতিক অনিশ্চয়তা ও সরকারি অচলাবস্থার (শাটডাউন) মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বুধবার (২৯ অক্টোবর) এ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াসিম হত্যায় কারাগারে সিএমপির সাবেক কমিশনার সাইফুল

অবশেষে ইসির প্রতীকের তালিকায় যুক্ত ‌‘শাপলা কলি’

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৮

জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে

গজারিয়ায় জমি নিয়ে সহোদর ভাইদের দ্বন্দ্বে রহস্যজনক অগ্নিকাণ্ড

আজ প্রাক্তনকে মেসেজ দেওয়ার দিন

অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হলেন চার কর্মকর্তা

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী

নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা

যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট নিয়ে অভিবাসীদের দুঃসংবাদ

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের গেজেট প্রকাশ করা না হলে রোববার লং মার্চ

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী

জন্মান্ধ গফুরের ঘর নির্মাণ ও ব্যবসা বৃদ্ধিতে সহযোগিতা করলেন তারেক রহমান

১২ বছরেও পদোন্নতি পদোন্নতি না পাওযায়য় ক্ষুব্ধ প্রভাষকরা

ভারতের পশ্চিমবঙ্গে এনআরসির ভয়ে আত্মহত্যা? তুঙ্গে রাজনীতি

একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান

অনশন কর্মসূচি পালন করছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্ররা

শ্যালিকাকে গণধর্ষণের পর হত্যা, দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

১০৭ জনকে রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

তরুণ সমাজে ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক: বাণিজ্য উপদেষ্টা