
নিউজিল্যান্ড সরকার ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিল সংসদে উত্থাপন করতে যাচ্ছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইনে তরুণদের ক্ষতি থেকে রক্ষা করার উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের প্রক্রিয়া চালু করতে হবে — যা অস্ট্রেলিয়ার ২০২৪ সালে পাস হওয়া বিশ্বের প্রথম কিশোর সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা আইন-এর অনুরূপ।
বিলটি শাসক ন্যাশনাল পার্টির সংসদ সদস্য ক্যাথরিন ওয়েড মে মাসে সংসদে জমা দেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সেটি সংসদে উত্থাপনের জন্য নির্বাচিত হয়।
বিলটির প্রতি ন্যাশনাল পার্টির সদস্যদের সমর্থন থাকলেও জোটের অন্যান্য দল এখনো আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেনি।
নিউজিল্যান্ডে সংসদ সদস্যদের ব্যক্তিগত বিল লটারির মাধ্যমে নির্বাচিত হয় এবং মন্ত্রিসভায় না থাকা যে কোনো সদস্য এই ধরনের বিল প্রস্তাব করতে পারেন।
বিলটি সংসদে ঠিক কবে উত্থাপিত হবে, তা এখনও জানা যায়নি।
আমার বার্তা/এল/এমই

