ই-পেপার সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কখনো মৌসুমী ছিলেন ভুলে যেতে চান অভিনেত্রী

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৫, ১৭:৫১
আপডেট  : ০৩ মে ২০২৫, ১৮:১১

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী। ফলে লম্বা সময় ধরেই অভিনয়ের বাইরে তিনি।

মৌসুমীকে কি আর অভিনয়ে দেখা যাবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তার স্বামী ওমর সানী। তিনি জানালেন, এই চিত্রনায়িকা হয়তো আর পর্দায় ফিরছেন না।

ওমর সানী জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে নিউ জার্সিতে মেয়েকে নিয়ে মৌসুমী রয়েছেন তার মায়ের সঙ্গে। সেখানেই মন দিয়েছেন পরিবারে। দেশে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই।

তিনি বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা আর শাশুড়ির অসুস্থতা—সব মিলিয়ে পরিবারই তার অগ্রাধিকার।’

নিজের অভিনয়ের জীবন এখন ভুলে যেতে চান মৌসুমী। স্ত্রীর মানসিক অবস্থাও তুলে ধরে সানী বলেছেন, ‘ও বলেছে—সে নাকি ভুলে যেতে চায়, সে কোনোদিন মৌসুমী ছিল! এই কথাটা খুব কষ্টের।’

আক্ষেপ করে তিনি যোগ করেন, তার মতো একজন লিজেন্ডকে নিয়ে ভালো কাজের ভাবনাই কারও মধ্যে নেই। নতুনদের মধ্যে অনেকেই নিজেদের মৌসুমীর চেয়েও বড় তারকা ভাবে—এটাও একটা বাস্তবতা।

এর আগেও এক সাক্ষাৎকারে মিডিয়া ছাড়ার কথা জানিয়েছিলেন মৌসুমী। সেসময় তিনি বলেছিলেন, ‘প্রথমত আমি বলব, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দেবেন। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’

মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী বলেন, ‘আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই। আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।’

মৌসুমী আরও বলেন, ‘আমি মারা যাবার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি এবং দর্শকদের কাছে অনেক ছবি রয়ে গেছে সেগুলো ডিলিট করে দেবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। সেখানেই সবাই আমার সব কিছু জমা দিয়ে দেবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে তবে সে উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো জমা দেওয়া হবে। এছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে।’

উল্লেখ্য, মৌসুমী ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। নায়ক ছিলেন প্রয়াত সালমান শাহ। এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করে হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত অভিনেত্রীদের একজন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা।

আমার বার্তা/এল/এমই

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাশমিকার সঙ্গে দূরত্ব বাড়ালেন বিজয়

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কেবল অভিনয় জীবনই নয়, বারবারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তার

এবার মেট গালায় রেড কার্পেটে হাঁটবেন বলিউড কিং শাহরুখ খান

এবার মেট গালায় রেড কার্পেটে হাঁটবেন বলিউড কিং শাহরুখ খান। তিনি প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা,

প্রকাশ পেল প্রিয়া অনন্যা'র 'তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা'

এ সময়ের মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। নিয়মিত শোবিজ অঙ্গনে কাজ করে যাচ্ছে।সম্প্রতি তার অভিনীত

আমাকে গালিগালাজ করা যেন কিছু মানুষের অধিকার: বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকা চাঁদা দাবি, কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

শাপলাকাণ্ডের রাতে বেকার হন দুই টিভির হাজারো কর্মী

যন্ত্রে লুকানো স্বর্ণ, ধরা পড়ল অভিনব পাচারের কৌশল

সরকারি মাধ্যমিক শিক্ষকদের টাইম স্কেল-গ্রেডে সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশনা

ওষুধ কোম্পানির প্রতিনিধি চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না

এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০ বাস জব্দের আদেশ

যুদ্ধের দামামা, পাঞ্জাবে ভারতীয় সেনাদের ব্ল্যাকআউট মহড়া

আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময়কে

ভারতের গণমাধ্যম বিদ্বেষ ছড়াচ্ছে মুসলিমদের বিরুদ্ধে

তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন

শাপলা চত্বরে শহীদদের তালিকা প্রকাশ করল হেফাজতে ইসলাম

নৈতিক সাহসের অভাবেই রাষ্ট্রব্যর্থতা, নিজেকে বদলানোই জাতির মুক্তি

সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী

জোবাইদার বাসস্থানের নিরাপত্তায় পুলিশের সঙ্গে থাকবে সিএসএফ

আজ থেকে কর্মবিরতিতে পৌনে ৪ লাখ শিক্ষক

এইচডব্লিউপিএলের শান্তি উদ্যোগে বাংলাদেশের সমর্থন জানালেন কোরিয়ায় রাষ্ট্রদূত

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ করবে ভারত

হাসনাতকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ: এনসিপি