সারাদেশে এখন পর্যন্ত ৯৭ লাখ ৭২ হাজার ৩৫২টি টাইফয়েড টিকা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টিকাদানের সংশ্লিষ্ট ওয়েবাসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এসময় পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে, ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৮৪ জন। এর মধ্যে স্কুলে ১ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ২০০ জন এবং কমিউনিটিতে ৬১ লাখ ৬৫ হাজার ৮৮৪ জন।
এর আগে ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
আমার বার্তা/এল/এমই