ই-পেপার মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চার দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

অনলাইন ডেস্ক:
২৩ মার্চ ২০২৪, ১৫:২৩
সারাদেশের পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকেরা বেতন বৃদ্ধিসহ চার দফা দাবি জানিয়েছেন।

বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধসহ ৪টি দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা দিয়েছেন তারা। শনিবার (২৩ মার্চ) সকাল থেকে সারা দেশে সব সরকারি বেসরকারি হাসপাতালে এই কর্মবিরতি চলছে। তবে হাসপাতালগুলোর জরুরি বিভাগকে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে আসা এসব চিকিৎসকরা। সেখানে বিভিন্ন প্ল্যাকর্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে মানবন্ধন করেন তারা। এরপর পদযাত্রা করে অবস্থান নেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের রাস্তায়।

তাদের দাবি হচ্ছে, ট্রেইনি ডাক্তারদের মাসিক ভাতা ৫০ হাজার এবং ইন্টার্ন ডাক্তারদের মাসিক ভাতা ৩০ হাজার করতে হবে। এফসিপিএস, রেসিডেন্ট, ননরেসিডেন্ট ডাক্তারদের বকেয়া ভাতা পরিশোধ করতে হবে। বিএসএসএমইউ এর অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট এবং ননরেসিডেন্ট ডাক্তারদের ভাতা পুনরায় চালু করতে হবে। এছাড়া চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাশ ও বাস্তবায়ন করতে হবে।

পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনেরর সভাপতি ডা. জাবির হোসেন বলেন, গত ৯ মাস ধরে ট্রেইনি ডাক্তাররা তাদের ভাতা থেকে বঞ্চিত। সেই সাথে প্রাইভেট ইনস্টিটিউটের রেসিডেন্ট এবং ডিপ্লোমা ট্রেইনিদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ভাতা আরেক দফা বাড়ানোর কথা ছিল জানুয়ারি মাস থেকে। কিন্তু আমাদের শুধু আশ্বাসের উপরেই রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের পরিবারের ভরণপোষণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমাদের ৪ দফা দাবি না মেনে নিলে ৪৮ ঘণ্টার পর আরও কঠোর কর্মসূচিতে যাবো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন পরিষদের সভাপতি জাবের মো. আব্দুল্লাহ বলেন, পোস্টাগ্রাজুয়েটদের সঙ্গে আমরা মিলিত হয়ে আমাদের ভাতা ৩০ হাজার করার দাবি জানাচ্ছি। এটা আমাদের দীর্ঘ দিনের দাবি। এক বছর আগেও এই দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। পাঁচ মাস ধরে আমরা সকল মেডিকেলের পরিচালক বরাবর স্মারকলিপি দিচ্ছি। কিন্তু কোন আশ্বাস পাইনি।

তিনি বলেন, এই কর্মসূচির বাইরে থাকবে সব হাসপাতালের জরুরি বিভাগ। জরুরি বিভাগে আমাদের ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা সেবা দিচ্ছেন। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নিলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

এসময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবস্থান করা স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কাছে ৪ দাবি ও কর্মবিরতির কথা জানান এসব চিকিৎসকরা।

পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী তাদের উদ্দেশ্য করে বলেন, "আমি তোমাদের কাজটা হাতে নিলাম। কাল বা পরশু সময় করে একটি মিটিং করবো বিষয়টি নিয়ে। যত দ্রুত সুরাহা করা যায় সেটি আমি করবো। এরপর তোমাদের জানাবো।

তিনি আরও বলেন, "ইতিপূর্বে তোমাদের দাবি দাওয়া নিয়ে কি হয়েছে সেটি আমাকে বলবে না। আমি নিজে চিকিৎসক, কাজেই আমি তোমাদের সবকিছু জানি। সকল চিকিৎসকের মানসম্মান নির্ভর করে তোমাদের উপর। তোমরা যদি ভালো কাজ করো তাহলে সবাই আমার প্রশংসা করবে। দরকার হলে আমি এটি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবো। কারণ তোমাদেরকে ভালোভাবে রাখতে না পারলে আমি কাজ আদায় করতে পারবো না, জনগণ চিকিৎসাসেবা পাবে না। কাজেই তোমরা যে যার ঘরে চলে যাও।

আমার বার্তা/এমই

ডেঙ্গুতে এ বছর মারা যেতে পারে ৪০ হাজার মানুষ

একটি স্ত্রী এডিস মশা যদি ফ্ল্যাভিভাইরাস প্যাথোজেন বহন করে এবং এ অবস্থায় কাউকে কামড় দেয়

এল নিনোর প্রভাবে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

চৈত্রের শুরুতেই ক্রমশ বাড়ছে উষ্ণতার পারদ। অতিরিক্ত গরমে হাঁসফাঁস করছে জনজীবন। জলবায়ুর ব্যাপক পরিবর্তন সাধনের

আমাদের স্বাস্থ্য খাতে ভালো কাজ হচ্ছে

আমাদের স্বাস্থ্য খাতে ভালো কাজ হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার (২৭ এপ্রিল)

বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত

বাংলাদেশসহ ৬ দেশে ৯৯ হাজার ১৫০ টন পেঁয়াজ রফতানির অনুমোদন দিয়েছে ভারত। অন্য দেশগুলো হলো-
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসমক্ষে আজ থেকে দায়িত্বে ফিরছেন রাজা চার্লস

লেভান্ডভস্কির হ্যাটট্রিক, বার্সার হালি

পরীক্ষা পেছাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ইসির চিঠি

৭ বছরে রাজধানীর মহাখালী-গুলিস্তানে বেশি গরম

রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির

কলম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ সেনার প্রাণহানি

গরমে পানিশূন্যতা, রক্ষা পাওয়ার উপায়

পদোন্নতি পেয়ে এএসপি হলেন ৪৫ পরিদর্শক

আল্টিমেটাম উপেক্ষা করে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ

ফের রেমিট্যান্স আহরণে শীর্ষে ইসলামী ব্যাংক

সারাদেশে তাপমাত্রা আরও বাড়তে পারে

যৌতুক উপহার নয় ভিক্ষাবৃত্তি

নারী ও মানবাধিকার নিয়ে জাতিসংঘে তালেবানের সমালোচনা

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের পথে এমভি আবদুল্লাহ

হবিগঞ্জে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২

পেরুতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত

মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামবেন জেলেরা

আজ ঢাকাসহ ২৭ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

কুমিল্লায় ৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যা