
পাশ্চাত্যের অন্যতম প্রভাবশালী বিনোদন সংস্থা ওয়ার্নার ব্রাদার্স এবার জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের হাতে। যে কারণে খুব শিগগিরই বিনোদুনিয়ায় আসতে চলেছে বড় চমক!
সম্প্রতি জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের কাছে মালিকানা হস্তান্তর করেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও।
ওয়ার্নার ব্রাদার্স হ্যারি পটার, গেম অব থ্রোনসসহ জনপ্রিয় অনেক ফ্র্যাঞ্চাইজি এবং এইচবিও ম্যাক্স এর মতো স্ট্রিমিং পরিষেবার মালিক। প্রতিষ্ঠানটির রয়েছে বিশাল সিনেমা ও সিরিজ লাইব্রেরি।
এ চুক্তি বিনোদন জগতে নতুন এক শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবে নেটফ্লিক্সকে। কোম্পানির সহ-প্রধান নির্বাহী টেড সারানদোস বলেন, ওয়ার্নার ব্রাদার্সের বিশাল সিনেমা ও সিরিজ লাইব্রেরি নেটফ্লিক্সের শোগুলোর সঙ্গে যুক্ত হলে দর্শকদের আরও ভালো অভিজ্ঞতা পাওয়ার সুযোগ হবে। আবার ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে ওভারল্যাপ কমানোর মাধ্যমে বছরে ২-৩ বিলিয়ন ডলার সাশ্রয়ও হবে।
ওয়ার্নার ব্রাদার্সের প্রধান নির্বাহী ডেভিড জাসলাভ বলেন, বিশ্বসেরা দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে, এটাই এই চুক্তির বড় অর্জন।
জানা যায়, দুই প্রতিষ্ঠানের চুক্তিটি নগদ ও শেয়ার মিলিয়ে ৮২.৭ বিলিয়ন ডলার মূল্যমানের, যার মধ্যে ৭২ বিলিয়ন ডলার হচ্ছে ইক্যুইটি ভ্যালু।
তবে অনেকেই এ চুক্তিকে একীভূতকরণ চলচ্চিত্রশিল্পে বড় হুমকি বলে মনে করছেন। রাইটার্স গিল্ড অফ আমেরিকা ও অন্যান্য সংগঠন এই চুক্তির সমালোচনা করে বলছে, নতুন চুক্তির কারণে চাকরি কমবে, কর্মীদের অবস্থা খারাপ হবে এবং দর্শকদের জন্য দাম বাড়বে কিন্তু কনটেন্ট কমে যাবে।
আমার বার্তা/এল/এমই

