বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি মারা গেছেন। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় মারা যান তিনি। প্রখ্যাত এ কৌতুক অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর।
আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আসরানি। তিনি তার স্ত্রী মঞ্জুকে নির্দেশ দিয়ে গিয়েছেন, তার শেষকৃত্যে যেন প্রচুর মানুষ ভিড় না করেন। অভিনেতার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়েই ঘনিষ্ঠ আত্মীয় ও পরিজনের উপস্থিতিতে মঙ্গলবার মুম্বাইয়ে আসরানির শেষকৃত্য সম্পন্ন হবে।
গোবর্ধন আসরানির ঝুলিতে 'শোলে', 'চুপকে চুপকে', 'মেরে আপনে', 'বাওয়ার্চি', 'অভিমান', 'সরগম'-এর মতো জনপ্রিয় ছবি। সত্তরের দশকে রমেশ সিপ্পির শোলে ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র বা আমজাদ খানের পাশাপাশি তার অভিনীত জেলর চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ওই চরিত্রে তাঁর সংলাপ বহুদিন দর্শকের মুখে মুখে ফিরত। প্রায় সাড়ে তিনশো হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। পাঁচ দশকের অভিনয় জীবনে ইতি ঘটল।
১৯৪০ সালে রাজস্থানের জয়পুরে জন্ম আসরানির। সেখানেই সেন্ট জ়েভিয়ার্স স্কলে পড়াশোনা। প্রথাগত শিক্ষার শেষে পরে পুণের ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। যাটের দশকের শুরুর দিকে তার বলিউডে প্রবেশ। কেরিয়ারের প্রথম দিকে তিনি বহু জনপ্রিয় ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরের দিকে অধিকাংশ ছবিতেই তাকে কৌতুকাভিনেতা হিসেবেই দেখা গেছে।
আমার বার্তা/এল/এমই