ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচন-২০২৫ আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন ২জন। এদের মধ্যে একজন হলেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম আজহারুল ইসলাম ঠাকুর ও অপরজন হলেন সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম।
সরাইল উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন কমিটির আহবায়ক কমিটির সদস্য ও সরাইল উপজেলার সাবেক শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সেলিম আজহারুল ইসলাম ঠাকুর (বিএ বিএড) ইতিপূর্বে সরাইল উপজেলা কেন্দ্রীয় সমিতি লিমিটেড ( বিআরডিবি) এর সহসভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া সবুজ সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বও সফলতার সাথে পালন করেছেন। এবার সভাপতি পদে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এ ব্যপারে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
এ দিকে নির্বাচনে সভাপতি পদে অপর প্রার্থী সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম মিয়া রাজনীতির পাশাপাশি ব্যবসা ও সামাজিক জনহিতকর নানা কর্মকান্ডে ইতিমধ্যেই যুব সমাজের প্রিয় ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি অর্জন করেছেন। খেলাধূলা আয়োজন ও সামাজিক সেবামূলক নানা কর্মকান্ডে নিজেকে তিনি তুলে ধরছেন। বিগত সরকারের দু:শাসনের সময় রাজপথে থেকে সাহসি ভূমিকা পালন ও আন্দোলন সংগ্রামে করতে গিয়ে জেল, জুলুম ও নির্যাতন ভোগ করে নিজেকে যুবদলের রাজনীতিতে তিনি শক্তভিত্তির উপর দাঁড় করিয়েছেন। আসন্ন এই নির্বাচনে নির্বাচিত হওয়ার প্রত্যাশা করছেন। এ ব্যপারে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে সরাইল বিআরডিবি’র আরডিও মো. মাসুদ রানা বলেন, নির্বাচন অনুষ্ঠানের সকল কাজ আপাতত সম্পন্ন। নির্বাচনে মোট ভোটার ১৪৯ জন। আগামী ১০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আমার বার্তা/জেএইচ