জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রায় দেড় মাস ধরে কোনো কাজ করছেন না। ঈদের আগে দেশের বাইরে গিয়েছিলেন তিনি। ফেরার পরও আর কোনো নাটক, সিরিজ বা সিনেমার শুটিংয়ে অংশ নেননি। নিজেই জানালেন, এটি এক ধরনের ‘লম্বা ব্রেক’। তিশার ভাষায়, “প্রতিটি আর্টিস্টেরই ভালো কাজের জন্য লম্বা ব্রেক দরকার। বিরতি নিলে নতুন কাজের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়।”
সম্প্রতি বলিউড অভিনেতা শরমন যোশীর বিপরীতে ‘ভালোবাসার মওসুম’ নামে একটি সিনেমায় অভিনয়ের খবর প্রকাশ পায়। শুরু থেকেই সিনেমাটি নিয়ে একেবারে নীরব ছিলেন। এবারও সিনেমাটি নিয়ে স্পষ্ট কিছু বলতে নারাজ অভিনেত্রী। শুধু বললেন, সিনেমাটিতে আমি অভিনয় করছি এমন অনেক নিউজ হয়েছে। আমিও দেখেছি। নিউজ তো আসলে অনেক হয়। সেসব নিউজে কতটা সত্যতা থাকে, কতটা থাকে না, তা অডিয়েন্স ভালোই জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সবার সামনে আসব।’
তিশা মনে করেন, সিনেমা প্রতিটি শিল্পীরই প্রিয় মাধ্যম। তাঁর ভাষ্য, ‘এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। ভালো গল্প পেলে, ক্যারিয়ারে নতুন সংযোজন ঘটলে, আমিও অবশ্যই সিনেমা করব। যেহেতু আমি বাংলাদেশি মেয়ে, বাংলাদেশের চলচ্চিত্রেই কাজ করার আগ্রহ সবসময় বেশি।’
শুটিংয়ের নানা অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, নাটক বা সিরিজের কাজের সময় অনেক ঝামেলার মধ্য দিয়েই যেতে হয়। ‘দর্শকরা কখনও বুঝতে পারেন না, একটি দৃশ্যের পেছনে কতটা পরিশ্রম আর ঝুঁকি থাকে। ওই জায়গা থেকে বলব, ম্যানেজমেন্টে কিছু সমস্যা হতেই পারে। তবে সেটা বড় কিছু নয়।’
বলিউডের অভিনেতা শরমন যোশীর বিপরীতে অভিনয়ের প্রসঙ্গ এড়িয়ে গেলেও, তিনি এটিকে ক্যারিয়ারের জন্য ইতিবাচক বলে দেখছেন। তিশার ভাষায়, ‘যদি সত্যিই সিনেমাটি করি, তবে এটা খুশির খবর হবে। শরমন যোশীর মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করা আমার ক্যারিয়ারের জন্য প্লাস হবে।’
বিভিন্ন গুঞ্জন নিয়েও খুব একটা মাথা ঘামান না তিশা। তিনি বলেন, ‘গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি। দর্শকরা আমাকে পছন্দ করেন আমার কাজের জন্য। তাই কাজ নিয়েই কথা বলতে চাই, কাজ নিয়েই আনন্দিত হই।’
দেড় মাসের বিরতির পর কবে আবার কাজে ফিরবেন? এ নিয়ে এখনই নিশ্চিত কিছু বললেন না তানজিন তিশা। তবে ইঙ্গিত দিলেন, সামনে হয়তো কোনো ‘সারপ্রাইজ’ নিয়েই হাজির হবেন তিনি।
আমার বার্তা/জেএইচ