ই-পেপার সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

কার্গো ভিলেজে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে সরকারের কাছে অনুরোধ এফবিসিসিআই’র

আমার বার্তা অনলাইন:
২০ অক্টোবর ২০২৫, ১০:২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রোববার (১৯ অক্টোবর) সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ রফতানি ও আমদানি পণ্য নষ্ট হয়ে ব্যবসায়ী মহলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, তা সামাল দিতে সরকারের পক্ষ থেকে দ্রুত ও পর্যাপ্ত সহায়তা প্রয়োজন।

এফবিসিসিআই আশা প্রকাশ করেছে, ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত পুনর্বাসনের পদক্ষেপ নেবে সরকার, যাতে রফতানি কার্যক্রম ব্যাহত না হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ২৭ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে।

রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেইন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, শনিবার আগুন লাগার খবর পেয়ে আমরা একে একে ৩৭টা ইউনিট এখানে অক্লান্ত পরিশ্রম করে, শনিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা ৪টা ৫৫ মিনিটে (রোববার) এটা সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা করেছি।

এদিকে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হতে পারে বলে অনুমান করছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা।

তারা বলেছেন, এ দুর্ঘটনায় দেশের রফতানি বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাকশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন শেষে বিজিএমইএ নেতারা এসব কথা বলেন।

কী পরিমাণ পণ্য পুড়েছে, তার চেয়েও বহুগুণ ক্ষতির মুখে পড়ার শঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের। তারা বলছেন, এতে ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় গুণতে হতে পারে মাশুল, বন্ধ হতে পারে অনেক কারখানার উৎপাদন। আবার ক্রয়াদেশ সরে যেতে পারে অন্য দেশে।

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘এই দুর্ঘটনা বহিঃবিশ্বের বায়ারদের কাছে দেশের ইমেজ সংকটে ফেলবে। বিমানবন্দরের মতো এমন জায়গায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা কতটা অরক্ষিত সেটা স্পষ্ট হয়ে উঠেছে।’

আগুনে ছোট ও অনলাইন উদ্যোক্তাদের ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি বলেও জানান এই ব্যবসায়ী নেতা।

তিনি আরও বলেন, ‘সরকারের একটা শক্তিশালী পদক্ষেপ নেয়া দরকার। দায়ীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা নেয়া গেলে দেশের ভাবমূর্তি অনেকাংশে ঠিক থাকবে।'

আমার বার্তা/এল/এমই

বুড়িমারী স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা (দীপাবলি) উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরের সঙ্গে

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের কর্মকর্তা গ্রেপ্তার

পাবনার সাঁথিয়ায় গ্রাহকদের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংক পিএলসির বনগ্রাম শাখার ব্যবস্থাপক

চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল প্রত্যাহার

চট্টগ্রাম বন্দরে প্রবেশের ক্ষেত্রে যানবাহনের বর্ধিত গেটপাস ফি (বাড়তি মাশুল) স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে

চাঁদাবাজির অভিযোগ, আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

গাড়ি বিক্রয়কেন্দ্রে অব্যাহত চাঁদা দাবি ও হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর সব গাড়ির দোকান অর্ধদিবস বন্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাঠে থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা: ইসি সচিব

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ, দোকান পুড়ে ছাই

শাহজালালে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি

৫ শতাংশ বাড়িভাড়া যথেষ্ট নয়, বিশেষ বিবেচনা করতে হবে: এ্যানি

রাজধানীতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

শাহজালাল বিমানবন্দরও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে: ইএবি সভাপতি

বুড়িমারী স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

ত্রয়োদশ নির্বাচনে এআই অপপ্রচার ও ড্রোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা!

হবিগঞ্জে নবীগঞ্জে বাড়ির সীমানা বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৪০

ভারতে মুসলিম ঘৃণা যেভাবে নিত্যদিনের বিনোদন হয়ে উঠেছে

ড্যাপ সংশোধনীর নির্মাণ বিধিমালার প্রস্তাব অনুমোদন

প্রথমবার বাংলাদেশ-কুয়েতের রাজনৈতিক পরামর্শ, সম্পর্ক জোরদারে অঙ্গীকার

হযরত শাহজালাল বিমানবন্দরের বিকল্প গেট দিয়ে কাস্টমস কার্যক্রম শুরু

ঢাকায় সিআইডি সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাই

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ, বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা

দূষণ কমানোয় একসময় বিশ্বসেরা শহরটি এখন দূষণে শীর্ষে

সরকারের কর্মকাণ্ড নিয়ে ৬ মানবাধিকার সংস্থার ১২ সুপারিশ

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের কর্মকর্তা গ্রেপ্তার