দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক যোগ করেছে রামপালের মৈত্রী বিদ্যুৎকেন্দ্র। আগস্ট মাসে কেন্দ্রটি একাই উৎপাদন করেছে ৭৭১ দশমিক ৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ, যা দেশের মোট উৎপাদনের ৭ শতাংশেরও বেশি।
রামপাল মৈত্রী বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত তিন মাস ধরে বিদ্যুৎকেন্দ্রটি ধারাবাহিকভাবে প্রতি মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করছে। এ সময়ে মোট উৎপাদন দাঁড়িয়েছে ২ হাজার ৩৬ দশমিক ৪ মিলিয়ন ইউনিটে।
বাংলাদেশ-ভারতের মৈত্রীর প্রতীক এই বিদ্যুৎকেন্দ্র আমদানিকৃত কয়লার ওপর নির্ভরশীল হলেও আধুনিক আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করছে। পরিবেশ সুরক্ষায় এখানে ফ্লু-গ্যাস ডি-সালফারাইজেশন, উন্নত ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উচ্চতার চিমনি, ক্লোজড-সাইকেল কুলিং এবং জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম কার্যকর করা হয়েছে। ফলে পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত হচ্ছে।
উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘মৈত্রী বিদ্যুৎকেন্দ্র শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয়, বরং শিল্পোন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও জাতীয় জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের এক ভিত্তি স্তম্ভ।’
আমার বার্তা/এল/এমই