বাণিজ্যিক এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে সিরিয়া তাদের তারতুস বন্দর থেকে ছয় লাখ ব্যারেল ভারি অপরিশোধিত তেল রফতানি করেছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৪ বছর পর এটাই সরকারিভাবে সিরিয়ার প্রথম তেল রফতানি। নিষেধাজ্ঞার কারণে এই সময়ের মধ্যে তারা কোনো তেল রফতানি করেছে বলে জানা যায়নি।
প্রতিবেদন মতে, ২০১০ সালেও সিরিয়া প্রতিদিন ৩ লাখ ৮০ হাজার ব্যারেল তেল রফতানি করতো। পরের বছর দেশটির ক্ষমতায় থাকা বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ ও পরবর্তীতে ১৪ বছরের যুদ্ধ সিরিয়ার অর্থনীতি এবং অপরিশোধিত তেল উত্তোলনসহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো প্রায় ধ্বংস করে দেয়।
গত বছরের ডিসেম্বরে আসাদ ক্ষমতাচ্যুত হলে তার জায়গায় বসা আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সরকার সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারে অঙ্গীকার করে।
সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের তেল ও গ্যাস বিষয়ক সহকারী পরিচালক রিয়াদ আল-জুবাসি রয়টার্সকে জানান, তারা তাদের ভারি অপরিশোধিত তেল ‘বি সার্ভ এনার্জি’র কাছে বিক্রি করেছেন।
এই বি সার্ভ মূলত বৈশ্বিক তেল কেনাবেচাকারী প্রতিষ্ঠান বিবি এনার্জির সঙ্গে সম্পৃক্ত। সিরিয়ার তেল নিয়ে রয়টার্স তাদের কাছে জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি।
এক লিখিত বিবৃতিতে সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিসোস ক্রিস্টিয়ানা ট্যাংকারে করে তেল রফতানি করেছে। রপ্তানি করা তেল সিরিয়ার একাধিক ক্ষেত্র থেকে উত্তোলন করা হয়েছে বলে জুবাসি জানালেও, তেলক্ষেত্রগুলোর নাম বলেননি তিনি।
সূত্র: রয়টার্স
আমার বার্তা/এল/এমই