পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক-বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেের পরিচালনা পর্ষদ কোম্পানির বাণিজ্যিক ভবনের অর্ধেক মালিকানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি রাজধানীর দিলকুশায় অবস্থিত তাদের ফনিক্স ভবনের ৫০ শতাংশ শেয়ার মালিকানা বিক্রি করতে চায়।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ফনিক্স ফাইন্যান্স কর্তৃপক্ষ। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, এই ভবন বিক্রির অর্থ কোম্পানিটি তাদের আর্থিক ক্ষতি সামাল দেওয়ার কাজে ব্যয় করবে।
দীর্ঘ বছর ধরে লোকসান গুনতে গুনতে কোম্পানিটি এখন অর্থিকভাবে দুরবস্থায় পতিত হয়েছে। বছরে বছরে কোম্পানির লোকসানের হারও বৃদ্ধি পাচ্ছে। ২০২১ হিসাব বছরে ৩৫ কোটি টাকা লোকসান করা কোম্পানিটি সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ৮০৮ কোটি টাকার বেশি লোকসান করেছে।
এদিকে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ পরিমাণ লোকসান গুনেছে কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি ১৫ টাকা ৮৪ পয়সা হারে নিট লোকসান হয়েছে ২৬২ কোটি ৭৪ লাখ টাকা।
সম্প্রতি দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও ওই তালিকায় ফনিক্স ফাইন্যান্স নেই। তবে কোম্পানিটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।
ডিএসইতে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানির রিজার্ভ ঘাটতি রয়েছে প্রায় ১৫৩৫ কোটি টাকা। ধারাবাহিক লোকসানের চাপে কোম্পানিটি ২০২০ সালের পর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশও দিতে পারেনি। অথচ কোম্পানির সাধারণ বিনিয়োগকারীদের কাছে প্রায় ৫৫ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে। অর্থাৎ এই কেম্পানিটি আর্থিকভাবে যতটা ভঙ্গুর দশায় পতিত হয়েছে তার দায় সাধারণ বিনিয়োগকারীদের কাঁধেই বেশি চাপবে।
আমার বার্তা/জেএইচ