ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, ঢাকা সিটি এসবির ডিআইজি মীর আশরাফ আলী, রমনা জোনের ডিসি মো. মাসুদ আলম ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর।
সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং শিক্ষার্থীদের নির্বিঘ্ন ভোট প্রদান ও গণনা নিশ্চিত করতে বিভিন্ন কর্মকৌশল গ্রহণ করা হয়।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রী হলগুলোয় অনাবাসিক প্রার্থী এবং অন্যান্য হলে আবাসিক ও অনাবাসিক প্রার্থীরা ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।
চিফ রিটার্নিং কর্মকর্তা ড. জসীম উদ্দিন জানান, আজ মঙ্গলবার থেকে প্রার্থীরা নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। ভোট দেওয়ার সময় হলে কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ প্রদর্শন করে ভোট দেওয়া যাবে। আজ বেলা ১১টায় সিনেট হলে ভিপি, জিএস ও এজিএস পদপ্রার্থীদের সঙ্গে বৈঠক করে আচরণবিধি নিয়ে আলোচনা করা হবে।
ভোটার তালিকা ও মনোনয়নসংক্রান্ত সিদ্ধান্ত: একই দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরেক বৈঠকে জানানো হয়, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে চান, তারা বুধবারের মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে পারবেন। এ ছাড়া চূড়ান্ত ভোটার তালিকা আপাতত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়নি। তবে সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলো তালিকায় প্রবেশাধিকার পাবে।
মনোনয়ন প্রত্যাহার ২১ জনের: গতকাল ডাকসুর ২১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
আমার বার্তা/এল/এমই