ই-পেপার শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে দ্বিপক্ষীয় চুক্তির খসড়া ও অবস্থানপত্র পাঠাল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৫, ১২:৪১
আপডেট  : ২৩ জুলাই ২০২৫, ১২:৪৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত দ্বিপক্ষীয় চুক্তির খসড়া ও অবস্থানপত্র সে দেশে পাঠিয়েছে বাংলাদেশ। আইন মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মতামতের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) এ অবস্থানপত্র পাঠানো হয়। পাশাপাশি তৃতীয় দফার আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কাছে পুনরায় অনুরোধ জানানো হয়েছে। এর আগের দিন সোমবারও একই অনুরোধ পাঠানো হয় বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা আশা করছি, শিগগিরই ওয়াশিংটনের ডাক পাব এবং সেখানে গিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু করব।’ তিনি আরও বলেন, এই দফার আলোচনায় দেশের স্বার্থ আদায়ের বিষয়ে সরকার আশাবাদী।

এর অংশ হিসেবে গতকাল তিনি যুক্তরাষ্ট্রের আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)-এর সঙ্গে অনলাইনে বৈঠক করেন। এএএফএ বাংলাদেশের তৈরি পোশাক ও জুতা আমদানিকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব করে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউএসটিআরের সঙ্গে সম্ভাব্য আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে শুল্ক, শ্রম অধিকার, পরিবেশ, অশুল্ক প্রতিবন্ধকতা ও নিরাপত্তা। আলোচনায় যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি থাকছে। এতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে থাকা বাণিজ্য ঘাটতি কিছুটা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ৬০টি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা আসে। পরে ৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এক চিঠিতে জানান, ওই শুল্কহার সাময়িকভাবে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।

তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার প্রয়োজনীয় গতি দেখায়নি বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দুই দেশ প্রায় শতভাগ বিষয়ে একমত হয়েছে।

‘অবস্থানপত্রে কী আছে’—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, ‘এখনই কিছু বলা যাবে না। যুক্তরাষ্ট্রের চাওয়া ও বাংলাদেশের অবস্থান—এ নিয়েই মূলত আলোচনা হবে।’ এর আগে গত ১৭ জুন ও ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত দুই দফায় আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

প্রথম দফার আলোচনা শুরুর আগে গত ১২ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) স্বাক্ষর করে বাংলাদেশ, যার ফলে সরকার এককভাবে আলোচনার সিদ্ধান্ত নেয়। এরপর এই আলোচনায় যুক্ত হন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা লুৎফে সিদ্দিকী ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, মূল দায়িত্ব এ মন্ত্রণালয়ের হওয়া সত্ত্বেও এভাবে আলাদা উদ্যোগ নেওয়ায় কিছুটা সময় নষ্ট হয়েছে।

তবে চলতি মাসের ৩ জুলাই যুক্তরাষ্ট্রে গিয়ে শুল্ক সংক্রান্ত আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত হন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বর্তমানে তিনিই আলোচনার নেতৃত্বে রয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বার্ষিক সাত লাখ টন গম আমদানির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। এছাড়া তুলা, সয়াবিন তেল ও এলএনজি আমদানির ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হয়েছে।

লবিস্ট নিয়োগ নিয়ে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষে কার্যকর লবিংয়ের বিষয়ে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘আমরা লবিস্ট নিয়োগ করতে চাই। প্রক্রিয়া শেষ হতে সাত দিন লাগতে পারে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এতে সহায়তা করছে।’

তবে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, ‘লবিস্ট কোনো একটি সংগঠনের হয়ে নয়, দেশের পক্ষে কাজ করবে। এজন্য সরকারের অনুমোদন প্রয়োজন। কিন্তু এনডিএ থাকার কারণে সরকার তা চায় না। ফলে এ বিষয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই।’

আমার বার্তা/এল/এমই

সবজি-মুরগি-মাছের দাম চড়া, স্বস্তি নেই চালের বাজারেও

রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো কাজ করা হবে না: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো কাজ করা হবে না

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারও পেছাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করেছেন

দেশের বাজারে আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে

নগদ অর্থের চেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে দিন দিন। কিন্তু বিশ্ববাজারে অস্থিরতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই

হৃদরোগে আক্রান্ত হয়ে বিমানবন্দরে ঢাবি অধ্যাপকের মৃত্যু

রাজধানীতে সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইলসহ গ্রেপ্তার ৩

হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে: নাহিদ

আল জাজিরার তথ্যচিত্রে হাসিনা-ইনানের গোপন ফোনালাপ ফাঁস

মাইলস্টোন ট্রাজেডি: দগ্ধ শিক্ষার্থী মাকিন না ফেরার দেশে

সীতাকুণ্ডে গৃহবধূকে কেরোসিন ঢেলে হত্যা : ঘাতক স্বামী গ্রেপ্তার

গজারিয়ার বাউসিয়ায় বন্যা ও বৃষ্টিহীন জলবদ্ধতার শিকার ৪০ পরিবার

ন্যূনতম খাবারটুকুও পাচ্ছেন না গাজাবাসী, জ্ঞান হারাচ্ছে মানুষ

চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করব: এনবিআর চেয়ারম্যান

সন্তানদের কবরে যেন আর কারও দাফন না হয়, নিহতের বাবার আকুতি

মালয়েশিয়া বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশিকে

ফেনী পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে প্যারিসে ৭ দফা প্রস্তাবনা

হাতিয়ায় দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, নৌ যোগাযোগ বন্ধ

যাত্রীর সঙ্গে দুজনের বেশি ঢুকতে পারবে না: বিমানবন্দর কর্তৃপক্ষ

ভারতে অশ্লীলতার অভিযোগে বন্ধ হলো ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম

নতুন অধ্যাদেশ জারি: তফসিলের আগে বছরের যেকোনো সময় ভোটার তালিকা করতে পারবে ইসি

রাষ্ট্রীয় মর্যাদা দেবে কি না তা রাষ্ট্রের বিবেচনা: মাহেরীন চৌধুরীর স্বামী

সবজি-মুরগি-মাছের দাম চড়া, স্বস্তি নেই চালের বাজারেও