ই-পেপার মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

পোশাকশিল্পে সুষ্ঠু ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার

বিশেষ প্রতিনিধি:
১৪ জুলাই ২০২৫, ১৩:৫৭
আপডেট  : ১৪ জুলাই ২০২৫, ১৪:২৮
বিজিএমইএ এবং আইবিসিভূক্ত শ্রমিক সংগঠনগুলোর মতবিনিময় সভা

পোশাক খাতে সুষ্ঠূ আইনশৃঙ্খলা ও স্থিতিশীল শ্রম পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ধারাবাহিকভাবে শ্রমিক ফেডারেশনগুলোর সাথে মতবিনিময় সভা আয়োজন করে আসছে।

এরই ধারাবাহিকতায় রোববার (১৩ জুলাই) উত্তরার বিজিএমইএ কার্যালয়ে আইবিসিভূক্ত শ্রমিক ফেডারেশন প্রতিনিধিদের সাথে বিজিএমইএ নেতাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজিএমইএ ও আইবিসিভূক্ত শ্রমিক ফেডারেশনগুলো কিভাবে একসাথে কাজ করে পোশাক শিল্পকে এগিয়ে নিতে পারে, দেশে ও বিদেশে শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এবং শ্রমিক ভাইবোনদের আইনসঙ্গত সমস্যাগুলো সমাধান করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম এবং পরিচালক আসেফ কামাল পাশা।

সভায় পোশাক শিল্পের সার্বিক কার্যক্রম মসৃণভাবে পরিচালনার স্বার্থে সুষ্ঠূ আইনশৃঙ্খলা ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার বিষয়ে আইবিসিভূক্ত শ্রমিক ফেডারেশনগুলোর সহযোগিতা চাওয়া হয়। বিশেষ করে, আইন-বহির্ভূত দাবি বা তুচ্ছ ঘটনার জেরে অথবা দাবি আদায়ের নামে শ্রমিক ভাইবোনরা যেন রাস্তা অবরোধের মতো কর্মসূচি গ্রহণ না করে, সে ব্যাপারে বিজিএমইএ এর পক্ষ থেকে আইবিসিভূক্ত শ্রমিক ফেডারেশনগুলোর নেতৃবৃন্দকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাক শিল্পের শ্রমিক ভাইবোনদের জন্য বিজিএমইএ কর্তৃক গৃহীত বর্তমান বোর্ড এর উদ্যোগগুলো সম্পর্কে শ্রমিক ফেডারেশনের নেতাদের অবহিত করেন। এসব উদ্যোগের মধ্যে রয়েছে গাজীপুর, আশুলিয়া ও সাভারে আঞ্চলিক অভিযোগ নিষ্পত্তি সেল স্থাপন, গার্মেন্টস অধ্যুষিত এলাকায় শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ এবং তাদের জন্য ফুড রেশনিং ব্যবস্থা চালু করা। তিনি এই উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা/মতামতসহ সহযোগিতা প্রদানের জন্য আইবিসিভূক্ত শ্রমিক ফেডারেশনগুলোকে অনুরোধ জানান। শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ বিজিএমইএ এর এই উদ্যোগগুলোকে স্বাগত জানিয়ে বলেন, তারা অতি শীঘ্রই স্ব স্ব সংস্থা থেকে প্রস্তাবনা পাঠাবেন।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, কারখানার অভ্যন্তরে শ্রমিকদের ইস্যুগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে বিজিএমইএ মিড লেভেল ম্যানেজমেন্টকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার উদ্যোগ নিচ্ছে। শ্রমিক ফেডারেশনের নেতারা এতে একমত পোষণ করে অভিমত প্রকাশ করেন যে, প্রশিক্ষণ প্রদানের পর এগুলো ফলো-আপ ও মনিটরিং করা জরুরি।

সভায় উভয় পক্ষ পোশাক শিল্পে সুষ্ঠূ ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় আইবিসিভূক্ত শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন জেড এম কামরুল আনাম, সভাপতি, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন (বিএনটিইউএফ); জনাব আমিরুল হক আমীন, সভাপতি, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; রাশেদুল আলম রাজু, সাধারন সম্পাদক, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন; নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স; মীর আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; শহীদুল্লাহ বাদল, সভাপতি, বাংলাদেশ মেটাল, কেমিক্যাল, গার্মেন্টস ও দর্জি শ্রমিক ফেডারেশন; রুহুল আমীন, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন; সালাউদ্দিন স্বপন, সভাপতি, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন; জনাব কামরুল হাসান, সাধারণ সম্পাদক, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; চায়না রহমান, সাধারন সম্পাদক, ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স; মো. শাহাদাত হোসেন, সাধারন সম্পাদক, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগ; নাজমা আক্তার, সভাপতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; বাবুল আখতার, সাধারন সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন।

আমার বার্তা/জেএইচ

শেয়ারবাজার পুনর্গঠন করতে দুষ্টচক্র থেকে বের হতে হবে: আমীর খসরু

শেয়ারবাজার পুনর্গঠন ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এটিকে দুষ্টচক্র থেকে বের করে ভালোচক্রে আনতে হবে

বাংলাদেশ ব্যাংক ই-কমার্স ও ক্রাউডফান্ডিংয়ে সতর্ক থাকতে বললো

অস্বাভাবিক মুনাফার প্রলোভনে অনলাইন ও অফলাইনে পরিচালিত কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার

রিটার্ন জমা না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন জমা দেননি বা রিটার্ন জমা দিয়েও

বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নতুন’ বিপিএলের চেষ্টায় বিসিবি, পরামর্শ দিলেন তামিম-মুশফিকরা

‘টাকা নিয়ে প্রতিবন্ধী কার্ড করে দিছে, আমি তো সুস্থ মানুষ’

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নারীদের স্মরণে শহীদ মিনারে ড্রোন

শেয়ারবাজার পুনর্গঠন করতে দুষ্টচক্র থেকে বের হতে হবে: আমীর খসরু

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসা

সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে

প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব

বাংলাদেশ ব্যাংক ই-কমার্স ও ক্রাউডফান্ডিংয়ে সতর্ক থাকতে বললো

যুবদের জনসম্পদে রূপান্তরে জুলাই গণ-অভ্যুত্থানে গঠিত সরকার অঙ্গীকারবদ্ধ

১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

রিটার্ন জমা না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে রাশিয়াকে ৫০ দিন সময় দিলেন ট্রাম্প

ব্যর্থতার দায় শিক্ষার্থীর কাঁধে, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান কি দায়মুক্ত?

বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স’মিলে কাটা পড়ে শ্রমিক নিহত

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

পাকিস্তানে বন্যায় মৃত্যু ১১১ , আরও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা

নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে ইউক্রেন, জেলেনস্কির প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয়দের আমন্ত্রণ পরিবেশ উপদেষ্টার