ই-পেপার মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

‘টাকা নিয়ে প্রতিবন্ধী কার্ড করে দিছে, আমি তো সুস্থ মানুষ’

আমার বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৫, ১১:৪১

‘হীরা মেম্বার বলল, টাকা দিলে একটা কার্ড করে দেবে। কিন্তু প্রতিবন্ধী কার্ড করে দেবে তা জানতাম না। আমি তো সুস্থ মানুষ।’

বলছিলেন যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের গৃহবধূ শিউলি রানী দে। তার নাম এখন সরকারি প্রতিবন্ধী ভাতা কার্ডের তালিকায়। তাকে দেখানো হয়েছে, শারীরিক প্রতিবন্ধী।

শিউলি রানীর কার্ড করে দিতে সাবেক সংরক্ষিত মহিলা সদস্য নিগার সুলতানা হীরা নিয়েছেন ৫ হাজার টাকা। শিউলি রানীর মতো এমন অভিযোগ ওই ইউনিয়নের সাজেদা বেগম, কহিনুর বেগম, খলিলুর রহমান, শাহিনারা খাতুন পান্না, খালেক মোল্যা ও তহমিনা বেগমের। তাদের সবারই নাম এখন প্রতিবন্ধীর খাতায়। কিন্তু তারা কেউই প্রতিবন্ধী নন।

২০২৪ সালে ওই ইউনিয়নে প্রতিবন্ধী তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয় ৮১ জনের, যার অর্ধেকই প্রতিবন্ধী নন। এলাকাবাসীর অভিযোগ, প্রকৃত প্রতিবন্ধীদের বাদ দিয়ে ক্ষমতার দাপটে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম ব্যক্তিদের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড করে টাকা হাতিয়ে নিয়েছেন নিগার সুলতানা হীরা। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।

সূত্রে জানা যায়, ২০২৪ সালে নতুন প্রতিবন্ধী তালিকা তৈরির জন্য উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আবেদন সংগ্রহ করে উপজেলা সমাজসেবা অফিস। এতে নেহালপুর ইউনিয়ন থেকে আবেদন পড়ে প্রায় সাড়ে তিন শতাধিক।

মনিরামপুর উপজেলা সমাজসেবা অফিসের দাবি, সবগুলো আবেদন যাচাই-বাছাই শেষে নতুন তালিকায় নেহালপুরের ৮১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয় এবং তাদেরকে সুবর্ণ নাগরিক কার্ড দেয়া হয়। কিন্তু অভিযোগ রয়েছে নতুন তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের অর্ধেকই প্রতিবন্ধী নন।

অভিযোগের সত্যতা স্বীকার করেন ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে কর্মরত আসাদুল হক চঞ্চল, ইউপি সদস্য শাহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য লাকি খাতুন ও আলেয়া বেগম।

তারা অভিযোগ করে বলেন, এই তালিকা তৈরিতে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সাবেক সংরক্ষিত মহিলা সদস্য নিগার সুলতানা হীরা ক্ষমতার দাপটে ও টাকার লোভে এই ভুয়া কার্ড তৈরি করে দিয়েছেন।

শিউলি রানী দের মতো ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাজেদা বেগমও একই অভিযোগ করেন। তিনি বলেন, হিরা মেম্বার আমার কাছ থেকে জরিপ ও অনলাইন খরচের কথা বলে ৪ হাজার টাকা নিয়েছেন। বলেছিলেন, কার্ড করে দিবেন। কিন্তু প্রতিবন্ধী কার্ড করে দিবেন তা জানতাম না।

সাজেদা বেগম বলেন, আমিতো প্রতিবন্ধী না। একইভাবে, তালিকায় রয়েছে কহিনুর বেগম ও খলিলুর রহমানের নাম। তারা দুজন স্বামী-স্ত্রী। তালিকায় রয়েছে শাহিনারা খাতুন পান্নার নাম। তার স্বামী আবুল কালাম আজাদ বলেন, পন্না প্রতিবন্ধী না। ৩ হাজার টাকা নিয়ে হীরা মেম্বর পান্নাকে কার্ড করে দিয়েছেন। এমনকি তালিকার ৩৯ ও ৪০নং সিরিয়ালের খালেক মোল্যা ও তহমিনা বেগম সবাই সুস্থ ও স্বামী-স্ত্রী।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান বলেন, শুনেছি সাবেক মেম্বার নিগার সুলতানা হীরা টাকার বিনিময়ে কিছু লোকের ভুয়া প্রতিবন্ধী কার্ড তৈরি করে দিয়েছে। আমি দাবি করব সমাজসেবা অফিস যেন পুনরায় তদন্ত করে তারপর প্রতিবন্ধী ভাতা প্রদান করে।

নেহালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত সরদার বলেন, সাবেক মহিলা মেম্বার হীরা, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের লোকদের ম্যানেজ করে অবৈধভাবে ভাতার কার্ড করে দিয়েছেন। আমি তাকে বহুবার নিষেধ করেছি, কিন্তু তিনি শোনেননি।

জানতে চাইলে সাবেক সংরক্ষিত মহিলা সদস্য নিগার সুলতানা হীরা কার্ড তৈরিতে টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, শিউলি রানী দে, সাজেদা বেগমসহ বেশ কয়েকজনের কাগজপত্র আমি সমাজসেবা অফিসে জমা দিয়েছিলাম। পরে যাচাই-বাছাই করে সমাজসেবা অফিস তাদের কার্ড দিয়েছে, এতে আমার করার কি আছে।

মনিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এ অফিসে আমি সদ্য যোগদান করেছি। তবে শুনেছি ওই ইউনিয়নের প্রায় চার শত আবেদনের মধ্যে জরিপ করে ৮১ জনকে বাছাই করা হয়েছে। এই তালিকায় অনুমোদন দিয়েছেন প্যানেল চেয়ারম্যান শওকত সরদার। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবন্ধী নন এমন কেউ কেউ যদি তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে অভিযোগ পেলে বাছাই করে তাদেরকে বাদ দেয়া যাবে।

আমার বার্তা/জেএইচ

তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা: রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। তাকে দেখে জুলাই-আগস্টের

বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, ছেলেসহ ৩ জন গ্রেপ্তার

নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধা মাকে নিজ বাড়িতে ঢুকতে

কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ শুরু

স্বরাষ্ট্র উপদেষ্টা অব. লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ

বরিশালে নতুন করে ১২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে নতুন করে ১২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ইসির ৫১ কর্মকর্তাকে বদলি

আল্লাহর দোহাই লাগে অনুপ্রবেশকারীদের সদস্য করবেন না: কায়সার কামাল

মালয়েশিয়ায় এক বাংলাদেশির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

স্ত্রী-ছেলেকে নিয়ে প্রতারক চক্র গড়েন বিএসবির বাশার, ১০ দিন রিমান্ডে

তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা: রুহুল কবির রিজভী

জনবল নিয়োগ দেবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

চাকরির সুযোগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি

বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, ছেলেসহ ৩ জন গ্রেপ্তার

বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা

বনানীতে ধর্ষণের শিকার নয় বছরের পথশিশু

বাংলাদেশের এক ক্লাবের দলবদলে ফিফার নিষেধাজ্ঞা

কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ শুরু

১১ মাসে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে ৬৩ কোটি ডলার

ইসির বাছাইয়ে ফেল নতুন নিবন্ধন চাওয়া এনসিপিসহ ১৪৪ দল

সংবিধানে গণভোট যুক্ত করার পক্ষে মত দিয়েছি: তাহের

ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান এবি পার্টির

বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ, উপ-কর কমিশনার সাময়িক বরখাস্ত

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশে ফেরত ওমান প্রবাসীদের ৪ দাবি

এনবিআরের আন্দোলনের জেরে আরও ৮ কর কর্মকর্তা বরখাস্ত

ঘুম ও মানসিক প্রশান্তির জন্য উপকারী রাতের গোসল