ইরান-ইসরাইল যুদ্ধ পরবর্তী ঢাকার পুঁজিবাজার আর বড় কোনো পতন দেখেনি। তবে গত সপ্তাহে সূচক উঠানামা দিয়ে শেষ হয়েছে লেনদেন। প্রায় দুই মাস পর লেনদেন ছাড়িয়েছে ৫শ কোটি টাকার ঘর। বেড়েছে বাজার মূলধনও। সপ্তাহ শেষে ২১টি খাতের মধ্যে ১৮টি খাতেরই লেনদেন বেড়েছে।
সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই-এক্স ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে। পাশাপাশি বাজার মূলধন ৪ হাজার ৪৪১ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ৬ কোটি টাকার কিছু বেশি।
গত সপ্তাহে প্রতিদিনই ঢাকার পুঁজিবাজারের লেনদেন সাড়ে চারশ কোটির ঘর ছাড়িয়ে যায়, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেখা যায়নি। প্রায় দুই মাস পর গত বৃহস্পতিবার (৩ জুলাই) লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা।
ঢাকা পুঁজিবাজারে ২১টি খাতের মধ্যে লেনদেন বেড়েছে ১৮টির। তবে কমেছে সিরামিকস, খাদ্য ও পাট খাতের প্রতিষ্ঠানগুলোর লেনদেন। ব্যাংক খাতের লেনদেন বেড়েছে ৬৫ শতাংশ। এর বাইরে বীমা, প্রযুক্তি, ওষুধ ও পোশাক শিল্পে ছিল উল্লম্ফন।
দাম বাড়তির থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যে এ-ক্যাটাগরির ২টি, বি ক্যাটাগরির ২টি, ও জেড ক্যাটাগরির ১টি কোম্পানি রয়েছে। আর দাম কমতির দিকে থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যে এ-ক্যাটাগরির ৩ টি ও বি-ক্যাটগরির ২টি কোম্পানি রয়েছে।
আমার বার্তা/এল/এমই