বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর উদ্যোগে আজ সকাল ১০টায় বিসিআই বোর্ডরুমে “ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ” শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিআই-এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মির্জা গোলাম সারোয়ার, উপ-পরিচালক (পেটেন্ট), পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়; জনাব সাইদুজ্জামান, উপ-পরিচালক (ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন), একই অধিদপ্তর এবং মিস তাসলিমা জাহান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, কনসালটেন্ট ও গবেষক, ইন্টেলেকচুয়াল প্রপার্টি।
কর্মশালায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও খাত থেকে আগত ২১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও বিসিআই পরিচালকবৃন্দ জনাব মো: শহীদুল ইসলাম নিরু, জনাব নাজমুল আনোয়ার এবং জনাব যেয়াদ রহমান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, "বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে রয়েছে, যেখানে মেধা ও উদ্ভাবনই ভবিষ্যতের মূল চালিকাশক্তি হবে। সেই লক্ষ্যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) বিষয়ে এখনই প্রয়োজনীয় প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।"
কর্মশালার দ্বিতীয় পর্বে মিস তাসলিমা জাহান এলডিসি থেকে উত্তরণের পর পেটেন্ট ও আইপিআর সংক্রান্ত সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং পূর্বপ্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। জনাব সাইদুজ্জামান ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন প্রোটেকশন ও রেজিস্ট্রেশন ব্যবস্থার বিষয়ে আলোচনা করেন, আর জনাব মির্জা গোলাম সারোয়ার ব্যবসায়িক প্রবৃদ্ধিতে পেটেন্টের ভূমিকা তুলে ধরেন।
শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বিসিআই-এর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং সবাইকে বিসিআই-এর আগামি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
আমার বার্তা/এমই