ই-পেপার শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩

প্রবাসীসহ ৬১ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন নোয়াখালীতে

আমার বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩০

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন মোট ৬১ হাজার ২৫১ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৫৫ হাজার ৮৮৮ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৩৬৩ জন।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন প্রবাসী ভোটার, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটাররা।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারিত ছিল। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আসনভিত্তিক নিবন্ধনের তথ্যানুযায়ী, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে ১৩ হাজার ৬৬৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। তারমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৩৪ জন এবং মহিলা ভোটার ১ হাজার ২৩৩ জন। নোয়াখালী-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৪২৫ জন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ছাইফ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. নুরুল আমিন, বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী মো. মনিনুল ইসলাম, ইনসানিয়াত বাংলাদেশ মনোনীত আপেল প্রতীকের প্রার্থী মো. মশিউর রহমান ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত তারা প্রতীকের প্রার্থী রেহানা বেগম।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ৯ হাজার ২২৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। তারমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৫৬৫ জন এবং মহিলা ভোটার ৬৬২ জন।এই আসনে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৮১ জন।

এই আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক, ১০ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী মো. শাহাদাত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী খলিলুর রহমান ও কাপ পিরিচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ১২ হাজার ৮৫৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।তারমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৯৫৭ জন এবং মহিলা ভোটার ৯০২ জন।নোয়াখালী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৭৫৯ জন।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. বরকত উল্লাহ বুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. বোরহান উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মো. নুর উদ্দিন , জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত তারা প্রতীকের প্রার্থী মো. সিরাজ মিয়া, খেলাফত মজলিসের মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মোরশেদ আলম, মোরগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. রাজিব উদ দৌলা চৌধুরী ও ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শরীফ আহমেদ।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ১০ হাজার ৩৬০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।তারমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৩৪১ জন এবং মহিলা ভোটার১ হাজার ১৯ জন।নোয়াখালী-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৩৩৮ জন।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইসহাক খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মো. ফিরোজ আলম মাসুদ , গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী আবদুজ জাহের, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শরীফুল ইসলাম, ইনসানিয়াত বাংলাদেশ মনোনীত আপেল প্রতীকের প্রার্থী মো. ইউনুস নবী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী বিটুল চন্দ্র মজুমদার।

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ১১ হাজার ৭০৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।তারমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৭৬৮ জন এবং মহিলা ভোটার ৯৩৫ জন। নোয়াখালী-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৮৫২ জন।এবারের নির্বাচনে নোয়াখালী-৫ আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রধান আলোচনায় রয়েছেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ বেলায়েত হোসেন।

এছাড়া নির্বাচনে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জেএসডি, ইনসানিয়াত বাংলাদেশ, সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, জনতার দল এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ৩ হাজার ৪৩৫ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।তারমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮২৩ জন এবং মহিলা ভোটার ৬১২ জন।নোয়াখালী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৬ জন।

জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এবারের নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম, ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এটিএম নবী উল্যাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত তারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মোতালেব, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ আজহার উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছাতা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তানবীর উদ্দিন রাজীব এবং হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ নিজ পছন্দমতো ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন। এখানে ব্যালট বক্স সিলগালা করে রাখা হয়েছে। ১২ ফেব্রুয়ারি জেলা প্রশাসন স্কুলে এই ছোট আসনে ভোট গ্রহণ শেষে ভোট গননা করা হবে। সেখানে প্রতিদলের এজেন্ট থাকবেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বর্তমানে নোয়াখালী ম জেলায় মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৬৭ হাজার ৬৪১ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৭০ হাজার ৯৭৯ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৬৪৮ জন। হিজড়া ভোটার রয়েছে ১৪ জন। জেলায় মোট ৮৭৫ টি কেন্দ্রে ৫ হাজার ৬০৯ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আমার বার্তা/জেএইচ

ফরিদপুরে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ১

ফরিদপুরের মধুখালী উপজেলায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র

চুরি-ডাকাতি রোধে মাঝ নদীতে বাঁশের বেড়া

পাবনার ভাঙ্গুড়ায় নৌপথে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারে এসে ঘটছে ডাকাতি ও চুরির ঘটনা। এসব ঘটনায়

যশোর কারাগার থেকে ভোট দেবেন ১২৯ জন কারাবন্দি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১২৯ জন

পটুয়াখালীতে কৃষক লীগের নেতা সহ বিএনপিতে যোগ দিলেন ৩০ জন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কৃষক লীগের সাবেক সভাপতি শাহ আলম মাস্টারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতা নয়, কাজ দিয়ে দেশ বেকারমুক্ত করা হবে: জামায়াত আমির

বাংলাদেশের শিক্ষার্থীদের ভাষাজ্ঞান ও গণিতে দুর্বলতা উদ্বেগজনক: সুজান ভাইজ

চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেব: জামায়াত আমির

নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

তুরস্কে সাঁড়াশি অভিযানে আটক করেছে ৪৭৮ অবৈধ অভিবাসীকে

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান করেছে সুজন

ট্রাম্পের শুল্কের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত

যুদ্ধ বন্ধে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

তরুণদের অংশীদার না করলে শিক্ষা সংস্কার সম্ভব নয়: সুজান ভাইজ

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা

আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়ায় কুয়াশার আভাস

ফরিদপুরে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ১

‘স্বাধীনতার ৫৪ বছরে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসন পায়নি’

৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন

বিগ ব্যাশের অভিষেক আসরে যেমন খেললেন রিশাদ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

প্রবাসীসহ ৬১ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন নোয়াখালীতে

ঢাবির ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

কিশোরদের জন্য এআই চরিত্রের ব্যবহার বন্ধ করছে মেটা