
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে আব্দুল হক (৪০) নামে এক রাবারশ্রমিককের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার বাইশফারি ইউপির পাইযাঝিড়ি রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল হক বাইশফারি ইউপির ৮ নম্বর ওয়ার্ড পূনর্বাসন পাড়া এলাকার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আজও ভোরে আবদুল হাকিম রাবার বাগানে রাবার গাছের কষ সংগ্রহ করতে যান। সেখানে বন্যহাতির আক্রমণের শিকার হলে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে বাইশফারি পুলিশ সদস্যদের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনরা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক জানান, এ বিষয়ে নিহতের পরিবার থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।
আমার বার্তা/এল/এমই

