পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে মা'দক'বিরোধী অভিযানে এক লাখ পিস ই'য়া'বা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টিম ৪৪/১ পিলারের সংলগ্ন চিকন পাতাঝিরি এলাকায় অ'ভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত স্থান থেকে মালিক বিহীন ই'য়া'বাগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আ'টক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।
এদিকে, ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. কফিল উদ্দিন কায়েস বলেন,
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলছে। আমরা সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর। বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে।