সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভি পি আয়নুল হকের নেতৃত্বে রায়গঞ্জ উপজেলায় ১২০০ মোটরসাইকেলের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার সময় একটি অ্যাম্বুলেন্স রোগীসহ রাস্তায় আটকে পড়ে, যা স্থানীয়রা উদাসীনতা ও নেতৃত্বহীনতার অভিযোগ তুলেছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, শোভাযাত্রার কারণে জরুরি পরিষেবা ব্যাহত হয়েছে ও বিএনপি নেতা আইনুল হক ক্ষমতার দাপট খাটিয়ে মোটর শোভাযাত্রা করেন।
ভি পি আয়নুল হক বর্তমানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা (সিরাজগঞ্জ-৩) উপজেলায় ভোট প্রচারণা চালাচ্ছেন।