টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই জনের মরদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে একজনের এবং শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে অপর জনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঝিনাইগাতীর মহারশী নদীতে ভেসে আসা লাকড়ী ধরতে গিয়ে ডাকাবর এলাকার ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহর ছেলে ইসমাইল (১৭) নদীতে নেমে পানির স্রোতে নিখোঁজ হয়। শুক্রবার সকালে একটি ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
অপর দিকে, নালিতাবাড়ীর চেল্লাখালি নদীর বুরুঙ্গা সেতু এলাকায় ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে হুমায়ূনের মরদেহ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে অকস্মাৎ ঝিনাইগাতী উপজেলার মহারশী ও সোমেশ্বরী নদী এবং নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বাড়তে থাকে এবং প্লাবিত হতে শুরু করে। তবে গতরাতেই এসব পানি নেমে গেছে।
আমার বার্তা/এল/এমই