বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভবেরচর ঈদগাহ ময়দানে নেতাকর্মীদের ঢল নামে। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয় এবং মহাসড়ক জনসমুদ্রে রূপ নেয়।
র্যালির আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ ছিদ্দিক উল্লাহ ফরিদ। প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল, কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন, সাবেক জেলা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম জসিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক।
আনন্দ র্যালিতে বাউশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসমত তাঁতি ও সাধারণ সম্পাদক আহাদ মাস্টারের নেতৃত্বে অর্ধশতাধিক অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই