ভোলার লালমোহনে বসতঘরে ঢুকে আকিমজান নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া একই পরিবারের আরও দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার জেলার চরভুতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাড়ির রফিকের স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের অন্যান্য সদস্যসহ আকিমজান ঘুমিয়ে যান। সকালে তাদের সাড়া না পেয়ে পাশের বাড়ির অন্যান্য লোকজনের বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা ঘরে প্রবেশ করে দেখেন আকিমজানের মরদেহ পড়ে আছে। বাকি দুজন অচেতন অবস্থায় রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও অচেতন দুজনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন।
লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে চুরির উদ্দেশ্যে নেশা জাতীয় দ্রব্য দিয়ে কে বা কারা ওই বাসায় ঢুকেছিল। পরে আকিজমান নামে ওই নারী বিষয়টি টের পেলে তাকে ছুরিকাঘাত করা হয়। পরিবারের আরও দুজন অচেতন রয়েছে, তাদের ছুরিকাঘাত করা হয়নি।
নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।
আমার বার্তা/জেএইচ