আসন্ন পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগষ্ট) মধুপুর উপজেলায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর পৌর ও উপজেলা বিএনপি এ আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।
এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ ও সহকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।