সড়ক পরিবহন আইন ২০১৮-এর সংশোধনীতে বাস ও ট্রাকের ইকোনমিক লাইফ টাইম বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ জুলাই) সকালে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা বাস, মিনিবাস ও ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন জমসেদ। বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, লোকাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নিয়ামত খাঁনসহ সংগঠনের অন্যান্য নেতারা।
মানববন্ধনে মো. হানিফ মিয়া বলেন, '২০২৩ সালে তৎকালীন সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন করে অধ্যাদেশ জারি করেছিল, যেখানে একটি বাস ২০ বছর এবং একটি ট্রাক ২৫ বছর চালনার পর বাতিল করার নির্দেশনা দেওয়া হয়। সে সময় আমরা প্রতিবাদ করলে তা স্থগিত করা হয়। এখন আবার অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে এই আইন বাস্তবায়ন করতে চাইছে, যা মূলত ফ্যাসিবাদী আচরণ। আমরা এই আইন সংশোধনের দাবি জানাচ্ছি, না হলে সারাদেশ অচল করতে বাধ্য হবো।'
লোকাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নিয়ামত খাঁন বলেন, 'পূর্বে জেলা পর্যায়ের আঞ্চলিক সড়ক পরিবহন কমিটির অনুমতি নিয়ে ২০ বছরের বেশি পুরনো গাড়ি চলতে পারত। হঠাৎ করে যদি ২০ লাখ গাড়ির মধ্যে ১৪ লাখ বাতিল করা হয়, তাহলে যানবাহন খাত ও সাধারণ মানুষের ওপর মারাত্মক প্রভাব পড়বে। আমরা চাই নতুন প্রজ্ঞাপন স্থগিত করা হোক এবং পূর্বের নিয়ম মেনে নতুন প্রজ্ঞাপন প্রণয়ন করা হোক।'
বক্তারা প্রধান উপদেষ্টা ও যোগাযোগ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে আইনটি সংশোধন না করলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তারা।
আমার বার্তা/এল/এমই