রাজশাহীর নিউমার্কেট এলাকায় বহুতল শপিং সেন্টার থিম ওমর প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন ভবনের নিরাপত্তা প্রহরী মো. রনি (২৫) ও মো. হাসিব (২২) এবং নগরের ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা মো. বাপ্পি (৪২)। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, থিম ওমর প্লাজার ষষ্ঠ তলার ‘ফুড প্যালেস’ নামের একটি রেস্তোরাঁর কিচেন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে ক্রেতা-বিক্রেতারা দ্রুত মার্কেট থেকে বেরিয়ে আসেন। আগুন লাগার পর পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত তিনজনকে অসুস্থ অবস্থায় মার্কেট থেকে উদ্ধার করা হয়েছে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু সামা আরও বলেন, আগুন অন্য ফ্লোরে না ছড়ালেও ধোঁয়ার কারণে নেভাতে বেগ পেতে হয়েছে।রেস্তোরাঁর অব্যবস্থাপনার কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
আমার বার্তা/এল/এমই