সাভারে অনুমোদনহীন রেলিক সিটি নামে একটি হাউজিং কোম্পানিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান পরিচালনা করেছে। এ সময় হাউজিংয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা ও মালিককে ১০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় ওই হাউজিং কোম্পানিতে রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হাউজিং কোম্পানির নিবন্ধন না থাকায় রেলিক সিটির সব সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়। এ ছাড়া হাউজিং কোম্পানির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে রাজউক।
অভিযান শেষে রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকার বলেন, রেলিক সিটি নামে একটি হাউসিং কোম্পানি রাজউকের কোনো নিবন্ধন নেয়নি। তারা ২৭শ একর জমির লে-আউট নকশা প্রণয়ন করে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন দামে বিক্রি করছে। আমরা এখানে এসে হাউজিংয়ের অ্যাডমিনকে পেয়েছি। তারা স্বীকার করেছে, ১০ বিঘা জমি কিনেছে বা বায়না করেছে। কিন্তু তারা রেলিক সিটির নামেই কাগজপত্র করেছে। কিন্তু তাদের প্রতিষ্ঠানের কোনো নিবন্ধনই হয়নি এবং তারা এটা করতে পারেন না বলে জানান রাজউকের এই কর্মকর্তা।
এ সময় তিনি আরও বলেন, হাউজিং কোম্পানির নিবন্ধন না থাকায় সাইনবোর্ড ভেঙে ফেলা হয়েছে। একইসঙ্গে তাদের অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। হাউজিং কোম্পানির মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হবে বলে জানান তিনি।
এদিন অভিযানে রাজউকের কর্মকর্তা ও সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই