ই-পেপার শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

আমার বার্তা অনলাইন
২৭ এপ্রিল ২০২৫, ১১:৫২

কুমিল্লায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২৬ এপ্রিল) জেলার লাকসাম উপজেলার আজগরা এবং মনোহরগঞ্জের বাইশগাঁও ও নাথেরপেটুয়া ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় নেতাকর্মীরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের ২নং ওয়ার্ড আজগরা স্কুল ও কলেজ মাঠে ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে ওয়ার্ড সম্মেলনকে ঘিরে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের অনুসারীদের মধ্যে ভোট নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সংঘর্ষে স্থানীয় যুবদল ও ছাত্রদলের ৬-৭ নেতাকর্মী আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের মাঝেই ওয়ার্ড কমিটি ঘোষণা হলেও আতঙ্ক বিরাজ করছে আজগরাজুড়ে।

এর একদিন আগে শুক্রবার লাকসাম পৌর এলাকায় ৭নং ওয়ার্ড গাজিমুড়া ও ১নং ওয়ার্ডে বিএনপির সম্মেলনেও কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। আহত হয় ৮-১০ নেতাকর্মী। সংঘর্ষে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের অনুসারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেন।

এ সম্পর্কে লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম বলেন, আজগরা স্কুল ও কলেজ মাঠে বিএনপির ওয়ার্ড সম্মেলন চলছিল। ঠিক তখন বাইরে প্রার্থীকে সমর্থন নিয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও সামান্য হাতাহাতি হয়। পরে দায়িত্বশীলরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এতে সম্মেলনে সমস্যা হয়নি।

এদিকে গতকাল শনিবার সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলনেও দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ৪ নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, শনিবার সকালে মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও ৮ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতা সুলতান আহমেদ এবং হোসাইন মোহাম্মদ হেলাল। ভোটাভুটি ও সমর্থন নিয়ে সুলতান ও হেলালের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় সংঘর্ষে সুলতানের এককর্মী এবং হেলালে তিনকর্মী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে জড়িতরা কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের অনুসারী।

বাইশগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সুমন পাটোয়ারী বলেন, কমিটি ঘোষণা শেষে হঠাৎ সুলতান ও হেলালের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পাল্টাপাল্টি সংঘর্ষে চার নেতাকর্মী আহত হন। নিজেদের মধ্যে এমন সংঘর্ষ, হানাহানি দুঃখজনক।

অন্যদিকে একই উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি স্কুল মাঠে ২নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলেও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপির মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন জানান, শনিবার সকালে নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি স্কুল মাঠে ২নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে জেলার নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করে কাউন্সিল অসমাপ্ত রেখেই স্থান ত্যাগ করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, শুনেছি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে। বিষয়টি নিয়ে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/জেএইচ

বাজিতপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ধোঁয়ানদী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি, বাজিতপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক বাবু

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সেমিনার ও আপনজন সম্মাননা অনুষ্ঠিত

কুমিল্লা ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ১৬ বছর;প্রাপ্তি ও প্রত্যাশা’ এবং ‘হজ ও ভ্রমণে ডায়াবেটিস

ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে জামায়াতের পানি ও স্যালাইন বিতরণ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লা  ব্রাহ্মণপাড়া  ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ

দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী

দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত

সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

৩ মে ঘটে যাওয়া নানান ঘটনা

বাজিতপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সেমিনার ও আপনজন সম্মাননা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে জামায়াতের পানি ও স্যালাইন বিতরণ

গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভারত-পাকিস্তান

আ.লীগকে নিষিদ্ধ করতে না পারা আমাদের সামষ্টিক ব্যর্থতা

আহতরা এখনো কাতরাচ্ছে অথচ আ লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন: জারা

নৌকা মার্কাকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে: নাহিদ ইসলাম

মিয়ানমারকে করিডোর দেয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে

দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয়কে আটকে রেখেছে গ্রামবাসী

হাত পায়ের নখ কাটার সুন্নত পদ্ধতি

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশির প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

আমরা কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, দিচ্ছিও না: প্রেস সচিব

স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার পুনর্বাসিত হতে পারে

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই বন্ধুর