ই-পেপার বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

আবাসিক ভবনে হাসপাতাল চালু, প্রশাসন নিরব

কুমিল্লা প্রতিনিধি :
০৪ নভেম্বর ২০২৪, ১৭:৩৬
নিয়ম না মেনে আবাসিক ভবনে হাসপাতাল

কুমিল্লা নগরীতে আবাসিক ভবনে হাসপাতাল চালু না করার নির্দেশ থাকলেও সেগুলোর যেন কোনো তোয়াক্কাই করছেন না হাসপাতাল কর্তৃপক্ষগুলো। প্রতিনিয়তই আবাসিক ভবনে চালু করে বসেছেন নামে বেনামে বিভিন্ন হাসপাতাল। সেসব হাসপাতালে ডাক্তারদের রোগী দেখার পাশাপাশি আবার চলছে রোগীর অস্ত্রপাচার। রয়েছে রোগীর শয্যার ব্যবস্থাও। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়মনীতি না মেনে চলছে এসব হাসপাতালের কার্যক্রম। আর এসব দেখেও না দেখার ভান করে রয়েছে প্রশাসন। নেওয়া হচ্ছে না সেগুলো বন্ধের কোনো উদ্যোগও।

সম্প্রতি এমন একটি অভিযোগ উঠেছে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার সালাউদ্দিন মোড় সংলগ্ন তাকওয়া হাসপাতালের বিরুদ্ধে। তাকওয়া হাসপাতালের ভবনটি আবাসিক ভবন হলেও নিয়মনীতি না মেনে এক প্রকার জোর করেই হাসপাতাল খুলে বসেছে কর্তৃপক্ষ৷ এই বিষয়ে হাসপাতাল ভবনটির এক অংশীদার সিভিল সার্জন কার্যালয়, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেও কোনো সুফল পায় নি৷ প্রশাসন যেন এর তোয়াক্কাই করছেন না। তাক্বওয়া হাসপাতালের ভবনটির পাশেই লাগোয়া আরেকটি আবাসিক ভবনের বাসিন্দারা জীবন নিয়ে হুমকিতে পড়েছেন। আশঙ্কা করছেন নানা রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার।

অভিযোগসূত্রে জানা যায়, ঠাকুরপাড়া এলাকার সালাউদ্দিন মোড় সংলগ্ন তাকওয়া হাসপাতালের ভবনটি সহ পাশের আরো একটি ভবন সিটি কর্পোরেশন কর্তৃক দেওয়া একই হোল্ডিং নম্বরের অন্তর্ভূক্ত। উক্ত হোল্ডিং এর অধীনস্থ ভবনসমূহ আবাসিক ভবন হিসেবে সিটি কর্পোরেশনে তালিকাভুক্ত থাকলেও উক্ত হোল্ডিং এর দক্ষিণ দিকের ভবনটিতে তাকওয়া হাসপাতাল তাদের কার্যক্রম শুরু করেছে। আবাসিক ভবন হওয়ায় সকল দিক বিবেচনায় এটি হাসপাতাল পরিচালনায় উপযুক্ত নয় এবং একই প্রাঙ্গনে ঠিক পাশের ভবনে বসবাসকারীদের জন্য স্বাস্থ্যঝুঁকিরও কারণ।

এই বিষয়ে জানতে চাইলে তাকওয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ ইমদাদুল হক বলেন, আমরা বাড়ির কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়েছি। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে নেওয়া লাইসেন্সও রয়েছে। এছাড়াও, একটি হাসপাতাল পরিচালনা করতে যত অনুমোদন প্রয়োজন সবই রয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই হাসপাতাল পরিচালনা করছি৷ আর কুমিল্লা শহরের অধিকাংশ হাসপাতালই আবাসিক ভবনে করা।

এই বিষয়ে তাকওয়া হাসপাতাল চালু হওয়া সেই বাড়ির অংশীদার ও ভুক্তভোগী লায়লা সুলতানা বলেন, আমাদের বাড়িটি আবাসিক ভবন হওয়া সত্ত্বেও এখানে হাসপাতাল কিভাবে চালু করতে পারে তারা। আমি এই বিষয়ে সিভিল সার্জন, জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনে অভিযোগ করেও কোনো ফল পাইনি। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ছামছুল আলম এই বিষয়ে শালিস করেছেন আমাদের দুই পক্ষকে নিয়ে। কিন্তু, শালিসে আমরা রায় পেলেও তিনি আমাদেরকে লিখিত দেন নি কোনো। পরে আমরা লিখিত চাইলে তিনি আমাদেরকে তা দিতে নারাজ। আমরা আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা চাই৷ এমতাবস্থায় আবাসিক ভবনে এবং সম্পূর্ণ অনুপযুক্ত পরিবেশে চালু হওয়া তাকওয়া হাসপাতালের লাইসেন্স বাতিল করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি প্রশাসনকে।

এই বিষয়ে জানতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম বলেন, 'শহরে ৫ হাজার বিল্ডিং রয়েছে। আমি কি করে জানবো কোনটা আবাসিক, কোনটা কমার্শিয়াল। সাংবাদিকদের এসব প্রশ্নের উত্তর দিতে আমি বসে নেই। আপনি বিল্ডিং শাখায় যোগাযোগ করুন।' তাকওয়া হাসপাতাল উল্লেখ করে শালিসের বিষয়ে জানতে চাইলে তিনি ফোন রেখে দেন৷ পরে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয় নি।

এই বিষয়ে জানতে চাইলে, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিলো আবাসিক ভবনে কোনো হাসপাতাল চালু করা যাবে না। কিন্তু, বাংলাদেশের আর কোথাও এমন নিয়ম নেই। জেলা প্রশাসনের হাতে এটা। আমরা তাকওয়া হাসপাতালকে গত বছর এই আইনে নিষেধ করেছিলাম হাসপাতাল চালু করতে। তারা যদি পুনরায় চালু করে থাকে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, কোনোভাবেই আবাসিক ভবনে হাসপাতাল চালু করতে দেওয়া যাবে না। আমাদের কাছে লিখিত অভিযোগ করা হয়ে থাকলে আমরা এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন গোপালগঞ্জ শহরের

আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মহাপরিচালক

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

ব্রাহ্মণপাড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিজের জমিতে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোঃ কাউসার (৩৭)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজিমপুরে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা

পুলিশ গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না: আইজিপি

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী, মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না: আসিফ

বেলুচিস্তান কখনও পাকিস্তানের অংশ হবে না: বালোচ নেতা কাজী রেহান

রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজে গুণীজন সংবর্ধনা

আমরা ভুলিনি, ভুলব না-বাকৃবির জুলাই শহীদ দিবসে উপাচার্যের দৃঢ় উচ্চারণ

গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ

প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়: ধর্ম উপদেষ্টা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২

চলতি বছরেই জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডের বিচার শেষ হবে

বিভ্রান্তি এড়াতে নৌকা প্রতীক সরানো হয়েছে: ইসি সচিব

আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মহাপরিচালক

তিস্তায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে: পরিবেশ উপদেষ্টা

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা

ব্রাহ্মণপাড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ

সীমান্ত ব্যাংক লিমিটেডে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

গোপালগঞ্জের সহিংসতা একেবারেই অমার্জনীয়: প্রধান উপদেষ্টা