ই-পেপার বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

আবাসিক ভবনে হাসপাতাল চালু, প্রশাসন নিরব

কুমিল্লা প্রতিনিধি :
০৪ নভেম্বর ২০২৪, ১৭:৩৬
নিয়ম না মেনে আবাসিক ভবনে হাসপাতাল

কুমিল্লা নগরীতে আবাসিক ভবনে হাসপাতাল চালু না করার নির্দেশ থাকলেও সেগুলোর যেন কোনো তোয়াক্কাই করছেন না হাসপাতাল কর্তৃপক্ষগুলো। প্রতিনিয়তই আবাসিক ভবনে চালু করে বসেছেন নামে বেনামে বিভিন্ন হাসপাতাল। সেসব হাসপাতালে ডাক্তারদের রোগী দেখার পাশাপাশি আবার চলছে রোগীর অস্ত্রপাচার। রয়েছে রোগীর শয্যার ব্যবস্থাও। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়মনীতি না মেনে চলছে এসব হাসপাতালের কার্যক্রম। আর এসব দেখেও না দেখার ভান করে রয়েছে প্রশাসন। নেওয়া হচ্ছে না সেগুলো বন্ধের কোনো উদ্যোগও।

সম্প্রতি এমন একটি অভিযোগ উঠেছে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার সালাউদ্দিন মোড় সংলগ্ন তাকওয়া হাসপাতালের বিরুদ্ধে। তাকওয়া হাসপাতালের ভবনটি আবাসিক ভবন হলেও নিয়মনীতি না মেনে এক প্রকার জোর করেই হাসপাতাল খুলে বসেছে কর্তৃপক্ষ৷ এই বিষয়ে হাসপাতাল ভবনটির এক অংশীদার সিভিল সার্জন কার্যালয়, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেও কোনো সুফল পায় নি৷ প্রশাসন যেন এর তোয়াক্কাই করছেন না। তাক্বওয়া হাসপাতালের ভবনটির পাশেই লাগোয়া আরেকটি আবাসিক ভবনের বাসিন্দারা জীবন নিয়ে হুমকিতে পড়েছেন। আশঙ্কা করছেন নানা রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার।

অভিযোগসূত্রে জানা যায়, ঠাকুরপাড়া এলাকার সালাউদ্দিন মোড় সংলগ্ন তাকওয়া হাসপাতালের ভবনটি সহ পাশের আরো একটি ভবন সিটি কর্পোরেশন কর্তৃক দেওয়া একই হোল্ডিং নম্বরের অন্তর্ভূক্ত। উক্ত হোল্ডিং এর অধীনস্থ ভবনসমূহ আবাসিক ভবন হিসেবে সিটি কর্পোরেশনে তালিকাভুক্ত থাকলেও উক্ত হোল্ডিং এর দক্ষিণ দিকের ভবনটিতে তাকওয়া হাসপাতাল তাদের কার্যক্রম শুরু করেছে। আবাসিক ভবন হওয়ায় সকল দিক বিবেচনায় এটি হাসপাতাল পরিচালনায় উপযুক্ত নয় এবং একই প্রাঙ্গনে ঠিক পাশের ভবনে বসবাসকারীদের জন্য স্বাস্থ্যঝুঁকিরও কারণ।

এই বিষয়ে জানতে চাইলে তাকওয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ ইমদাদুল হক বলেন, আমরা বাড়ির কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়েছি। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে নেওয়া লাইসেন্সও রয়েছে। এছাড়াও, একটি হাসপাতাল পরিচালনা করতে যত অনুমোদন প্রয়োজন সবই রয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই হাসপাতাল পরিচালনা করছি৷ আর কুমিল্লা শহরের অধিকাংশ হাসপাতালই আবাসিক ভবনে করা।

এই বিষয়ে তাকওয়া হাসপাতাল চালু হওয়া সেই বাড়ির অংশীদার ও ভুক্তভোগী লায়লা সুলতানা বলেন, আমাদের বাড়িটি আবাসিক ভবন হওয়া সত্ত্বেও এখানে হাসপাতাল কিভাবে চালু করতে পারে তারা। আমি এই বিষয়ে সিভিল সার্জন, জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনে অভিযোগ করেও কোনো ফল পাইনি। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ছামছুল আলম এই বিষয়ে শালিস করেছেন আমাদের দুই পক্ষকে নিয়ে। কিন্তু, শালিসে আমরা রায় পেলেও তিনি আমাদেরকে লিখিত দেন নি কোনো। পরে আমরা লিখিত চাইলে তিনি আমাদেরকে তা দিতে নারাজ। আমরা আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা চাই৷ এমতাবস্থায় আবাসিক ভবনে এবং সম্পূর্ণ অনুপযুক্ত পরিবেশে চালু হওয়া তাকওয়া হাসপাতালের লাইসেন্স বাতিল করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি প্রশাসনকে।

এই বিষয়ে জানতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম বলেন, 'শহরে ৫ হাজার বিল্ডিং রয়েছে। আমি কি করে জানবো কোনটা আবাসিক, কোনটা কমার্শিয়াল। সাংবাদিকদের এসব প্রশ্নের উত্তর দিতে আমি বসে নেই। আপনি বিল্ডিং শাখায় যোগাযোগ করুন।' তাকওয়া হাসপাতাল উল্লেখ করে শালিসের বিষয়ে জানতে চাইলে তিনি ফোন রেখে দেন৷ পরে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয় নি।

এই বিষয়ে জানতে চাইলে, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিলো আবাসিক ভবনে কোনো হাসপাতাল চালু করা যাবে না। কিন্তু, বাংলাদেশের আর কোথাও এমন নিয়ম নেই। জেলা প্রশাসনের হাতে এটা। আমরা তাকওয়া হাসপাতালকে গত বছর এই আইনে নিষেধ করেছিলাম হাসপাতাল চালু করতে। তারা যদি পুনরায় চালু করে থাকে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, কোনোভাবেই আবাসিক ভবনে হাসপাতাল চালু করতে দেওয়া যাবে না। আমাদের কাছে লিখিত অভিযোগ করা হয়ে থাকলে আমরা এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

মাদারীপুরে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে জলে আবদ্ধ শহরবাসী

মাদারীপুরে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। রাস্তাঘাটে পানি জমে সৃষ্টি হয়েছে

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে

গুলিতে মারা যাওয়ার ৭ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহতের সাত দিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা গ্রামের ইব্রাহিম

দিনাজপুরে পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে শিশুর হাতের আঙুল বিচ্ছিন্ন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে ইলিয়াস আলী (১০) নামের এক শিশুর ডান হাতের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ আগস্টের সময়সীমা আর বদলাবে না, শুল্ক নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা

সেই শরীফকে চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনবিষয়ক রেজ্যুলেশন গৃহীত

গ্রাহকসেবা উন্নত করতে হাউজ লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ছে

যুক্তরাষ্ট্র-চীনের ওপর নির্ভরতাশীলতার অবসান ঘটাতে হুঁশিয়ারি ম্যাক্রোঁর

শেয়ার, বন্ড ও ফান্ডে বিনিয়োগে ঝুঁকি মোকাবিলায় নতুন নির্দেশনা জারি

মাদারীপুরে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে জলে আবদ্ধ শহরবাসী

রাজধানীসহ সারাদেশে জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ

গণহত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব

দল তরুণ সময় দিলে ফল মিলবে: ভবিষ্যতের আশায় মিরাজ

আমলাতান্ত্রিক জটিলতায় আটকা ৬ জুলাই শহীদের দাফন

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস

ক্ষমতায় থাকার ইচ্ছা আমার নেই: সাখাওয়াত হোসেন

ড. ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ

বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা

আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

গুলিতে মারা যাওয়ার ৭ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

দিনাজপুরে পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে শিশুর হাতের আঙুল বিচ্ছিন্ন

ঢাকাসহ ৪ বিভাগে আবারো অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

ব্রিকস সদস্যদের ওপর ১০ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের