কুমিল্লা হোমনার রামকৃষ্ণ পুর কানাই শাহ্ ঘাটে নৌকা ডুবিতে ২ জন নিহত। আবু মুছা ও গোলাম মোস্তফার মেয়ে উভয় জনের নাম সামিয়া আক্তার (১২)। তারা কামালস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ও বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় হোমনা উপজেলার কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামকৃৃষপুর কে,কে আর কে উচ্চ বিদ্যালয় ছুটি হয় ও বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া, কলাকান্দি, নিজ কান্দির ছাত্র ছাত্রীরা কানাই লাল সাহার বাড়ি সংলগ্ন খেয়া ঘাট দিয়ে পারাপার হওয়ার জন্য ৩০-৩২ জন ছাত্র-ছাত্রী ও সাধারন যাত্রী নিয়ে নৌকা ছেড়ে বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়ার কাছাকাছি গেলে বালুবাহী নৌকার ঢেউ লেগে নৌকা তলিয়ে যায়।
কেউ কেউ সাতার কেটে কিনারে পৌছালেও কয়েকজন কে উদ্ধার করে স্থানীয় জনতা ও একজন নিখোঁজ হয় ও একজন ছাত্রীকে সাথে সাথে হোমনা উপজেলা স্থাস্ব্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন ও ৩৫ মিনিট পর আরেকজনকে উদ্ধার করা হয় ও তারও মৃত্যু হয়।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা এই নৌকা ডুবীর খবর রাখছেন ও হোমনায় নিয়ে যাওয়া ছাত্রীর মৃত্যু হওয়া নিশ্চিত করেন।
আমার বার্তা/এমই