
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩২ বছর বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে লা মেরিডিয়ান হোটেল এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। ওই যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বশলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে রেললাইন দিয়ে অসাবধানতাবশত পার হওয়ার সময় কমলাপুরগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। এতে বুক বরাবর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই রশিদ।
আমার বার্তা/এল/এমই

