রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির অবস্থান করছিলেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৮ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, “আমরা দুপুর ১টা ১৮ মিনিটে খবর পাই। প্রথম ইউনিট ১টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।”
দুর্ঘটনায় আহত চারজনকে দ্রুত বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই বিজিবি সদস্যরাও উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “আমি মাত্র পাঁচ মিনিট আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আমার বার্তা/জেএইচ