রাজধানীর উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী মেট্রোরেলের একটি কোচ ফার্মগেট স্টেশনে আটকে গিয়েছিল।
সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ট্রেন আটকে যাওয়ার পর যাত্রীরা নেমে পড়ে। অবশ্য পাঁচ থেকে ছয় মিনিট পর ট্রেন আবার চলতে শুরু করে।
উত্তরা থেকে আসা এক যাত্রী বলেন, বিজয় সরণির মোড় ঘুরতেই শব্দ করে ট্রেনটির বেশির ভাগ আলো বন্ধ হয়ে যায়। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। এ অবস্থাতেই ট্রেনটি ফার্মগেট স্টেশন পর্যন্ত আসে। সেখানে যাত্রী ওঠানো-নামানো হয়। কিন্তু এরপর ট্রেনটি আর চলেনি। কিন্তু এ সময় ট্রেনের আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ ছিল। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে নিজ নিজ গন্তব্যে চলে যান।
ওই যাত্রী বলেন, ট্রেন এসব সমস্যা হলেও এর ঘোষণা দেওয়া হয়নি। অবশ্য মিনিট কয়েক পর ট্রেন চলতে শুরু করে।
এ প্রসঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ প্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী বলেন, কিছু সমস্যার কারণে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল বন্ধ ছিল। এটা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। তবে এটা সাময়িক। পাঁচ মিনিট পরেই ট্রেন চলতে শুরু করে।
আমার বার্তা/জেএইচ