
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল জেলা সমিতি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে প্রকৃতির নৈশর্গিক সৌন্দর্যে আবর্তিত লাজ পল্লীতে বরিশাল জেলা সমিতি ঢাকার উদ্যোগে দিনব্যাপি আয়োজন করা হয় বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৪।
ঢাকায় অবস্থানরত বরিশাল জেলার ১০টি উপজেলার মানুষদের নিয়ে গঠিত 'বরিশাল জেলা সমিতি' ঢাকা। প্রতি বছর বনভোজন এর আয়োজন করে। এ বছর তাদের পিকনিক স্পট ছিল ঢাকার অদূরে প্রকৃতির নৈশর্গিক সৌন্দর্যে আবর্তিত লাজ পল্লীতে।
শুক্রবার সকাল ৮ টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে পিকনিকের বাসে এবং নিজস্ব গাড়িতে সংগঠনের সদস্যরা ও তাঁদের পরিবারবর্গ বনভোজনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
পিকনিক স্পষ্টে সকলের জন্য সকালের নাস্তা পরিবেশন করা হয়। বরিশাল জেলা সমিতি’র সভাপতি ইকবাল হোসেন তাপস ও সাধারণ সম্পাদক ড. মসিউজ্জামান পান্নুর সঞ্চালনায় বনভোজন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, এমপি, স্বাধীনতা পদক বিজয়ী সাবেক সচিব সিরাজ উদ্দিন আহম্মদ ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবাদুল হক চানসহ বরিশাল জেলার বিশিষ্টজনেরা।
বনভোজন এর বিশেষ আকর্ষণ শিশু-কিশোর,পুরুষ ও মহিলাদের আকর্ষণীয় খেলাধুলা পর্ব। এসব উপভোগ করতে করতেই জুম্মা নামাজের বিরতি এবং দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিকেলে বিশিষ্ট সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল খেলাধূলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও রাফেল ড্র এর আকর্ষণীয় পুরস্কার বিতরণ।

