ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পাশে ‘জুলাই চত্বর’ নামে একটি স্থানের নামকরণ করা হয়েছে।
শনিবার (২৪ মে) নামকরণের সময় জুলাই বিপ্লবের বীর শহীদ আবু সাঈদের ভাই উপস্থিত ছিলেন।
‘জুলাই চত্বর’ নামটি এসেছে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত ছাত্র সমাজ, পেশাজীবী, শ্রমিক ও মেহনতি মানুষের সম্মিলিত উদ্যোগে। তারা মনে করেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা, যা স্বাধীনতা পরবর্তী সময়েও গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করেছে।
উপস্থিত বক্তারা বলেন, এ চত্বর শুধু একটি নাম নয়, এটি একটি ইতিহাসের সাক্ষ্য বহন করবে এবং নতুন প্রজন্মকে প্রতিবাদ ও সংগ্রামের শিক্ষা দেবে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে উজ্জীবিত রাখতে এবং হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখতেই এই নামকরণ করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই