ই-পেপার রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আগুন রাঙা কৃষ্ণচূড়ায় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি:
০৬ মে ২০২৪, ১৪:৩১

প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। এই ঋতুতে কখনো কালবৈশাখীর রুদ্র তাণ্ডব, কখনো রোদের ঝনঝনানি। তবে মন জুড়াতে এ সময় ফুটেছে কৃষ্ণচূড়া। উত্তপ্ত গ্রীষ্মে ডানা মেলা রক্তলাল কৃষ্ণচূড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নীরবে সৌন্দর্য বিলাচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেই দেখা যাচ্ছে ফুলভর্তি এ রকম কৃষ্ণচূড়াগাছের দেখা। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্তর থেকে শুরু বিজ্ঞান অনুষদের সামনে যেই রক্তিম লাল হয়ে ফুটে আছে কৃষ্ণচূড়া। এর ফলে জবি ক্যাম্পাস এখন কৃষ্ণচূড়ার রঙে রঙিন এক ক্যাম্পাস হয়ে উঠেছে।

জানা যায়, কৃষ্ণচূড়ার আদি নিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কার। এই বৃক্ষ শুষ্ক ও লবণাক্ত অবস্থা সহ্য করতে পারে। ক্যারাবিয়ান অঞ্চল, আফ্রিকা, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশে এটি জন্মে। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণচূড়া শুধুমাত্র দক্ষিণ ফ্লোরিডা, দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডা, টেক্সাসের রিও গ্রান্ড উপত্যকায় পাওয়া যায়।

কৃষ্ণচূড়া এ দেশে এসে পরিচিত হয়েছে নতুন নামে। অনেকেই মনে করেন যে, রাধা ও কৃষ্ণের নাম মিলিয়ে এই ফুলের নাম হয়েছে কৃষ্ণচূড়া। এর সবচেয়ে বড় খ্যাতি হচ্ছে মোহনীয় রক্তিম আভা। সবুজের বুকচিরে বের হয়ে আসা লাল ফুল এতোটাই মোহনীয় যে, পথচারীরাও থমকে দাঁড়াতে বাধ্য হন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শান্ত চত্বরের পাশেই রফিক ভবনের সামনের কৃষ্ণচূড়াগাছগুলোতে প্রচুর ফুল ফুটেছে। সেইসাথে বিজ্ঞান অনুষদ এবং কলা অনুষদের চারপাশে যেই লালচের ছোঁয়া। কৃষ্ণচূড়ার লাল ফুলের ভিড়ে গাছের সবুজ পাতারা যেন হারিয়ে গেছে। নানা ভঙ্গিমায় শিক্ষার্থীরা কৃষ্ণচূড়াগাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন, বসে আড্ডা দিচ্ছেন। আবার কিছু কিছু শিক্ষার্থী গাছের নিচে পড়ে থাকা ফুলের পাপড়িও কুড়াচ্ছেন।

প্রকৃতিকে রক্তিমতায় মাতিয়ে রাখা এই বৃক্ষের উচ্চতা তেমন একটা বেশি হয় না। সর্বোচ্চ ১২ মিটার পর্যন্ত উপরে উঠলেও তার শাখা প্রশাখা বিশাল এলাকাজুড়ে বিস্তৃত থাকে। শোভা বর্ধনকারী কৃষ্ণচূড়া বৃক্ষটি দেশের গ্রাম-বাংলার পাশাপাশি এখনও তার নড়বড়ে অস্তিত্ব নিয়ে কোনোক্রমে টিকে আছে শহরের পথে-প্রান্তরে। বিদেশ থেকে আমদানিকৃত এই ফুল যেন এখন বাঙালির ঐতিহ্যেরই একটা অংশ হয়ে গিয়েছে সবার অজান্তেই। গ্রীষ্মজুড়ে প্রকৃতিকে মাতিয়ে রাখলেও অন্যান্য সময়গুলোতে এ বৃক্ষের উপস্থিতি খুব একটা চোখে পড়ে না। অনেকটা আড়ালেই থেকে যায় বাকিটা সময়।

কৃষ্ণচূড়া ফুল নিয়ে জবি পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বায়েজিদ হোসাইন বলেন, কৃষ্ণচূড়া নাম শুনলেই স্মৃতি ভেসে ওঠে তার লাল, হলুদ এবং উজ্জল সবুজ পাতা এ যেন এক অন্যরকম দৃষ্টিনন্দন। জবি ক্যাম্পাসে গ্রীষ্মের আগমনী বার্তা নিয়ে আসে কৃষ্ণচূড়া। এই ফুলের উজ্জ্বল লাল রঙ শিক্ষার্থীদের মনে আনন্দ ও উদ্দীপনা এবং ক্যাম্পাসকে দেয় এক নতুন সাজ। ক্যাম্পাস জুড়ে কৃষ্ণচূড়া যে রং ছড়িয়েছে, তা চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রক্তিম লালে প্রকৃতিকে কৃষ্ণচূড়া যেন অনেক অপরূপ দেখায়।

কৃষ্ণচূড়ার অনিন্দ্য সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে রসায়ন বিভাগের অমৃত রায় বলেন, কৃষ্ণচূড়ার রঙে রাঙানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপধারা শিক্ষক শিক্ষার্থীসহ পুরান ঢাকার মানুষের কাছে মনোরম পরিবেশের প্রতীক হিসেবে পরিচিত। গ্রীষ্মের প্রখর রোদে লাল বর্ণের কৃষ্ণচূড়া যেনো তার রাজত্ব মেলে ধরেছে জবির প্রান্তরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর, বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ এমনকি প্রশাসনিক ভবনের ধার ঘেঁষে কৃষ্ণচূড়া গাছগুলো যেন ক্যাম্পাসের সৌন্দর্যের অনন্য বৈশিষ্ট্য হয়ে দাড়িয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও এর সৌন্দর্য বর্ণনায় অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্থান করে নিয়েছে কৃষ্ণচূড়ার সৌন্দর্য।

নৃবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, প্রকৃতিতে গ্রীষ্মের আগমনের সাথে মাত্রাতিরিক্ত তাপদাহের কারণে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। এই দুর্বিষহ গরমের দিনে জবি ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছগুলো ক্যাম্পাসে ছড়াচ্ছে মুগ্ধতা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোয় ছড়িয়ে দিয়েছে প্রাণের সঞ্চার। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন অনুষদ ও চত্বরগুলোতে কৃষ্ণচূড়ার সরব উপস্থিতিতে ক্যাম্পাস যেন পরিনত হয়েছে এক টুকরো কৃষ্ণচূড়ার স্বর্গরাজ্যে। কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্য্যে মুগ্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আল মাহমুদ বলেন, ঈদের ছুটির পরপরই আবার তীব্র তাপপ্রবাহে দুই সপ্তাহের ছুটিতে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবার দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীদের বরণ করে নিতে যেন এক অপরুপ সাজে সেজেছে কৃষ্ণচূড়া গাছগুলো, শান্ত চত্তর থেকে শুরু করে বিজ্ঞান অনুষদ পর্যন্ত থোকায় থোকায় কৃষ্ণচূড়া মনমাতানো রঙ আর সৌরভ দিয়ে যাচ্ছে। বর্তমানে শিক্ষার্থীদের ভিড়ে ক্যাম্পাসে প্রবেশ করলেই দূর থেকে দূরে চোখে চোখে পড়ছে এই সবুজের বুকে লাল কৃষ্ণচূড়া পুষ্পরাজি।

আমার বার্তা/শশী/এমই

জবির দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি নেতৃত্বে আসিফ-সেলিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‍‌‌‌দিনাজপুর জেলার অধ্যায়নরত শিক্ষার্থীদের একমাত্র সংগঠন ‍‍‍‌দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, জবি এর

ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় জাবি ছাত্রীর অর্থদণ্ড

ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচের) ছাত্রী

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবি জাবি শিক্ষকদের

সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবিতে মানববন্ধন

পবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশনের 'প্রত্যয়' স্কিমের প্রজ্ঞাপন‌ প্রত্যাহার এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে হাত-মুখ বাধা অর্ধগলিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী

সৌদি পৌঁছেছেন ২৮ হাজারের বেশি হজযাত্রী

নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৭

১৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা

৩৩ হাজার দখলদারের হাতে জিম্মি ২ কোটি মানুষের স্বাভাবিক জীবন

ডেঙ্গু নিয়ে তাপসের বক্তব্যকে মনগড়া বললেন সাঈদ খোকন

ছাগল দিয়ে হালচাষ হয় না: জামায়াত নিয়ে ভিন্নমত প্রসঙ্গে কর্নেল অলি

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

স্বর্ণের দাম আরও বাড়লো, ভরি ১১৮৪৬০ টাকা

ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবশেষ যে তথ্য জানা গেল

৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি

এবার সামনে এলো আরেক করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য

তথ্যের দরকার হলে কেন্দ্রীয় ব্যাংকে একশবার যাবেন: ডেপুটি গভর্নর

জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে: ইসি হাবিব

১২ দিনের সফরে কানাডা-জাপান যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী

দেশে যুক্তরাষ্ট্রের নতুন ক্লাইমেট স্মার্ট লাইভস্টক প্রজেক্ট চালু

দেশের মানুষ বর্তমান সরকারের ওপর বিরক্ত: চুন্নু